জবির দেয়ালে ‌‘জয় বাংলা’ লেখার সময় এক ব্যক্তি আটক

  • nilkontho news
  • আপডেট সময় : ০৯:৩৪:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা।

আটক ওই ব্যক্তি নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন বলে জানান। তিনি বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি। আমি নিজেই লিখেছি।

ঘটনাস্থলে উপস্থিত শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা তাকে আটক করেছি। পরে প্রক্টরের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির দেয়ালে ‌‘জয় বাংলা’ লেখার সময় এক ব্যক্তি আটক

আপডেট সময় : ০৯:৩৪:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা।

আটক ওই ব্যক্তি নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন বলে জানান। তিনি বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি। আমি নিজেই লিখেছি।

ঘটনাস্থলে উপস্থিত শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা তাকে আটক করেছি। পরে প্রক্টরের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।