আপডেট সময় :
১২:৫৫:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
৭৬৩
বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর ২৫টি পয়েন্টে নিম্ন আয়ের মানুষের মধ্যে সুলভ মূল্যে দুধ-ডিম এবং মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রমজানে সুলভ মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
উদ্বোধন কার্যক্রমে ফরিদা আখতার বলেন, ব্রয়লার (ড্রেসিং করা) প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হবে।
তিনি আরও বলেন, বাজারে অন্যায়ভাবে যারা পণ্যের দাম বাড়াবে, তাদের ছাড় দেয়া হবে না।
জানা গেছে, রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। রমজানের প্রথম দিন থেকে ২৮ রোজা পর্যন্ত সুলভ মূল্যে মাছ, মাংস দুধ ও ডিম কিনতে পারবেন ক্রেতারা।