জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস মন্ত্রীর

0
11

শফির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আসাদুল বিশ্বাস ও জিপু চৌধুরী

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সহকারী কেঁৗঁসুলি (এপিপি), জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ধানমন্ডিস্থ স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন তাঁরা।
এ সময় তাঁরা অ্যাড. শফিকুল ইসলাম শফির ওপর সন্ত্রাস বাহিনীর নগ্ন হামলার ছবি, ভিডিওসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ এবং হামলার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের প্রকাশিত খবর স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করেন এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ হোসেন, বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হাসান প্রমুখ।