অস্ট্রেলিয়ায় বন্যায় নারীর প্রাণহানি, কুমির নিয়ে সতর্কবার্তা

0
9

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ডুবে গেছে অনেক ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের বন্যাপ্রবণ এলাকা থেকে সরে যেতে এবং কুমিরের উপস্থিতির জন্য সতর্ক থাকতে বলেছে। রোববার আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

বন্যায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। বন্যার পানি বৃদ্ধির কারণে স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং টাউনসভিল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কম গুরুত্বপূর্ণ অস্ত্রপচার বিলম্বিত হয়েছে।

দেশটিতে নদীর পানির উচ্চতা ঐতিহাসিক রের্কড ছাড়িয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কিছু অংশে ২৪ ঘণ্টায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। রাজ্যের প্রধান ডেভিড ক্রিসাফুলি গত রোববার সতর্ক করেছেন, কেবল তীব্রতাই নয় বরং বন্যার স্থায়িত্বও বেশি।

স্থানীয় পরিবেশ বিভাগ জনগণকে শান্ত পানিতে ঘুরে বেড়ানো কুমিরের ব্যাপারে সতর্ক করেছে।

পূর্বাভাস জানিয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) সারাদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কিছু এলাকায় ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, এই দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার।