এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার থেকে রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত এজিয়ান সাগরের তীরে সান্টোরিনিতে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৬।
এথেন্স বিশ্ববিদ্যালয়ের জিওফিজিক্স বিভাগের তথ্য অনুযায়ী, রোববার সান্টোরিনিতে পরপর দুটি ভূমিকম্প (৪.১ ও ৪.৫ মাত্রার) অনুভূত হয়। এর আগে কয়েক ঘণ্টার মধ্যে আরও ১১টি ভূমিকম্প আঘাত হেনেছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতে কর্তৃপক্ষ সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস এই সিদ্ধান্ত নিয়েছেন।
সান্টোরিনি ও এর আশেপাশের ছোট ছোট দ্বীপগুলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত। তবে, এথেন্স নিউজ এজেন্সি জানায়, ভূমিকম্পগুলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে নয়, বরং টেকটোনিক প্লেটের সঞ্চালনের ফলস্বরূপ ঘটেছে।