শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া Logo নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ণ, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিজেদের সবচেয়ে বড় তিন বাণিজ্য সহযোগীর সব পণ্যে বাড়তি শুল্কারোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অপর দিকে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে এমন নির্বাহী আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে অটোয়া ও মেক্সিকো সিটি। অপর দিকে বেইজিং বলছে, তারা ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে। এছাড়া খুব দ্রুত অনুরূপ পাল্টা ব্যবস্থাও নেওয়া হবে।

ট্রাম্পের দাবি, মার্কিন জনগণকে বিষাক্ত মাদক ফেনাটিল হাত থেকে বাঁচাতে এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তার এই শুল্কারোপের সিদ্ধান্ত।

এ দিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাম পার্দো তার প্রতিক্রিয়ায় বলেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আলোচনা করতে হবে। যদিও ট্রাম্পের অভিযোগ, মেক্সিকোর মাদক সম্রাটদের সঙ্গে দেশটির সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে এবং তারা তাদের সহায়তা করেছে। মূলত তার এ অভিযোগের প্রেক্ষিতে মেক্সিকান প্রেসিডেন্ট পাল্টা দাবি করেন, মাদক সম্রাটদের কাছে যেন অস্ত্র না পৌঁছায় সেটি যেন মার্কিন সরকার নিশ্চিত করে।

অপর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই জায়গায় আসতে চাইনি। আমরা এটি চাইনি। কিন্তু কানাডিয়ানদের জন্য দাঁড়াতে আমরা পিছপা হব না।

জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন সমপরিমাণ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। যার মধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর আগামী মঙ্গলবার থেকেই শুল্ক আরোপ শুরু হবে। আর বাকিগুলো আরোপিত হবে ২১ দিনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের

আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ণ, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫

নিজেদের সবচেয়ে বড় তিন বাণিজ্য সহযোগীর সব পণ্যে বাড়তি শুল্কারোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অপর দিকে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে এমন নির্বাহী আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে অটোয়া ও মেক্সিকো সিটি। অপর দিকে বেইজিং বলছে, তারা ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে। এছাড়া খুব দ্রুত অনুরূপ পাল্টা ব্যবস্থাও নেওয়া হবে।

ট্রাম্পের দাবি, মার্কিন জনগণকে বিষাক্ত মাদক ফেনাটিল হাত থেকে বাঁচাতে এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তার এই শুল্কারোপের সিদ্ধান্ত।

এ দিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাম পার্দো তার প্রতিক্রিয়ায় বলেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আলোচনা করতে হবে। যদিও ট্রাম্পের অভিযোগ, মেক্সিকোর মাদক সম্রাটদের সঙ্গে দেশটির সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে এবং তারা তাদের সহায়তা করেছে। মূলত তার এ অভিযোগের প্রেক্ষিতে মেক্সিকান প্রেসিডেন্ট পাল্টা দাবি করেন, মাদক সম্রাটদের কাছে যেন অস্ত্র না পৌঁছায় সেটি যেন মার্কিন সরকার নিশ্চিত করে।

অপর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই জায়গায় আসতে চাইনি। আমরা এটি চাইনি। কিন্তু কানাডিয়ানদের জন্য দাঁড়াতে আমরা পিছপা হব না।

জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন সমপরিমাণ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। যার মধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর আগামী মঙ্গলবার থেকেই শুল্ক আরোপ শুরু হবে। আর বাকিগুলো আরোপিত হবে ২১ দিনে।