শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে

সুইডেনে কোরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৮:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আদালতের রায় পাওয়ার কয়েক ঘন্টা আগে এক ইরাকি শরণার্থী এবং ইসলামবিরোধী প্রচারককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্টকহোমের নিকটবর্তী সডারতালি শহরে তাকে গুলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুইডিশ পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে মোমিকাকে গুলি করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ও তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে গুলি চালানো ব্যক্তিও আটক ব্যক্তিদের মধ্যে আছেন কি না, তা নিশ্চিত করে বলা যায়নি।

সুইডিশ সংবাদমাধ্যম এসভিটি জানিয়েছে, ৩৮ বছর বয়সী সালওয়ান মোমিকা একটি বাড়ির ভেতর গুলিবিদ্ধ হন। হত্যার সময় তিনি টিকটকে লাইভে ছিলেন। এক ভিডিওতে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে তার ফোনটি নিয়ে সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

এদিকে, একই মামলার অভিযুক্ত আরেক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি পরবর্তী টার্গেট হতে পারি। এই পরিস্থিতিতে তিনি তার নিরাপত্তা চেয়েছেন।

সুইডিশ সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে এবং বিষয়টি দেশের নিরাপত্তায় কী ধরনের প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করা হচ্ছে।

২০২৩ সালে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পর জঙ্গি হামলার হুমকি বৃদ্ধি পায় ও দেশটির সন্ত্রাসবিরোধী সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়। যদিও সুইডিশ সরকার কোরআন পোড়ানোর ঘটনাগুলোর নিন্দা জানিয়ে বলেন, প্রথমদিকে এটিকে আমরা সুইডেনের মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে বিবেচিনা করেছি।

সুইডিশ মাইগ্রেশন এজেন্সি ২০২৩ সালে মোমিকাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়, কারণ তিনি নথিতে ভুল তথ্য দিয়েছিলেন। তবে ইরাকে তার ওপর নির্যাতন ও অমানবিক আচরণের ঝুঁকি থাকায় তাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী

সুইডেনে কোরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৫:২৮:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আদালতের রায় পাওয়ার কয়েক ঘন্টা আগে এক ইরাকি শরণার্থী এবং ইসলামবিরোধী প্রচারককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্টকহোমের নিকটবর্তী সডারতালি শহরে তাকে গুলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুইডিশ পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে মোমিকাকে গুলি করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ও তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে গুলি চালানো ব্যক্তিও আটক ব্যক্তিদের মধ্যে আছেন কি না, তা নিশ্চিত করে বলা যায়নি।

সুইডিশ সংবাদমাধ্যম এসভিটি জানিয়েছে, ৩৮ বছর বয়সী সালওয়ান মোমিকা একটি বাড়ির ভেতর গুলিবিদ্ধ হন। হত্যার সময় তিনি টিকটকে লাইভে ছিলেন। এক ভিডিওতে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে তার ফোনটি নিয়ে সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

এদিকে, একই মামলার অভিযুক্ত আরেক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি পরবর্তী টার্গেট হতে পারি। এই পরিস্থিতিতে তিনি তার নিরাপত্তা চেয়েছেন।

সুইডিশ সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে এবং বিষয়টি দেশের নিরাপত্তায় কী ধরনের প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করা হচ্ছে।

২০২৩ সালে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পর জঙ্গি হামলার হুমকি বৃদ্ধি পায় ও দেশটির সন্ত্রাসবিরোধী সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়। যদিও সুইডিশ সরকার কোরআন পোড়ানোর ঘটনাগুলোর নিন্দা জানিয়ে বলেন, প্রথমদিকে এটিকে আমরা সুইডেনের মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে বিবেচিনা করেছি।

সুইডিশ মাইগ্রেশন এজেন্সি ২০২৩ সালে মোমিকাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়, কারণ তিনি নথিতে ভুল তথ্য দিয়েছিলেন। তবে ইরাকে তার ওপর নির্যাতন ও অমানবিক আচরণের ঝুঁকি থাকায় তাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি।