শিরোনাম :

ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৮:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
  • ৭২২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে, যারা অতীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্তে কাজ করেছিলেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিএনএন জানিয়েছে, বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এজেন্ডা “নিখুঁতভাবে” বাস্তবায়নের জন্য তাদের ওপর আর আস্থা রাখা সম্ভব নয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “প্রেসিডেন্টের বিচারে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আমাদের বিশ্বাস হয় না যে, আপনি প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করবেন।”

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বরখাস্তকৃত কর্মকর্তারা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত করেছিলেন। ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ম্যাকহেনরি মনে করেন, এ কর্মকর্তারা প্রেসিডেন্টের এজেন্ডাকে বাস্তবায়নে বিশ্বস্তভাবে কাজ করতে পারবেন না।

ম্যাকহেনরি বরখাস্তের সিদ্ধান্তের সপক্ষে মার্কিন সংবিধানের অধীনে প্রধান নির্বাহী হিসেবে প্রেসিডেন্টের ক্ষমতার উল্লেখ করেছেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ বিচার বিভাগের স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন তুলতে পারে। যদিও এ বিষয়ে বরখাস্তকৃত কর্মকর্তাদের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত

আপডেট সময় : ১০:৫৮:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে, যারা অতীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্তে কাজ করেছিলেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিএনএন জানিয়েছে, বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এজেন্ডা “নিখুঁতভাবে” বাস্তবায়নের জন্য তাদের ওপর আর আস্থা রাখা সম্ভব নয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “প্রেসিডেন্টের বিচারে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আমাদের বিশ্বাস হয় না যে, আপনি প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করবেন।”

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বরখাস্তকৃত কর্মকর্তারা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত করেছিলেন। ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ম্যাকহেনরি মনে করেন, এ কর্মকর্তারা প্রেসিডেন্টের এজেন্ডাকে বাস্তবায়নে বিশ্বস্তভাবে কাজ করতে পারবেন না।

ম্যাকহেনরি বরখাস্তের সিদ্ধান্তের সপক্ষে মার্কিন সংবিধানের অধীনে প্রধান নির্বাহী হিসেবে প্রেসিডেন্টের ক্ষমতার উল্লেখ করেছেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ বিচার বিভাগের স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন তুলতে পারে। যদিও এ বিষয়ে বরখাস্তকৃত কর্মকর্তাদের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।