রবিবার | ৭ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াত নেতা আহত Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক Logo নোবিপ্রবিতে শিবিরের ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার Logo জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মানিক, সম্পাদক রিপন Logo শিবির নেতার বিরুদ্ধে নোবিপ্রবি ছাত্রদলের অভিযোগ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া Logo নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী 

‘ছাগলকাণ্ড’: মতিউরকে জেলগেটে ৩ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২০:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় আমাকে হেনস্তার শিকার হতে হয়েছে। আমি ন্য়ায়বিচার চাই।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে মামলার শুনানিতে তিনি এ কথা বলেন। এদিন তাকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়।

এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ডের পক্ষে শুনানি করে বলেন, তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি মানিলন্ডারিং অপরাধে জড়িত আছেন কি না সেটা জানতে হবে।পারিবারিক জীবনে কেমন সম্পদের মালিক ছিলেন এবং চাকরিজীবনে তিনি কত সম্পদ অর্জন করেছেন সেটা নিরূপণ করতে হবে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান তার জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, এ মামলায় তাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তার জামিন প্রার্থনা করছি।এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেলগেটে নির্দেশ দিতে পারেন।

এ সময় আদালতের অনুমতি নিয়ে মতিউর বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর আমাকে হুমকি দেওয়া হয়। আমাকে শিবির ক্যাডার বানিয়েও এসডি করে। তখন আমি ব্যবসায়ের কাজ শুরু করি। দেড় বছর পর চাকরিতে ফিরে আসি। দায়িত্ব থাকাকালীন কোনো দুর্নীতি হয়নি। বরং ৩৪ লাখ টাকা পুরস্কার পেয়েছি।শুনানি শেষে আদালত তার রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই অস্ত্র আইনের মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৮ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ৬ জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রত্যেকটি মামলাতেই মতিউর রহমানকে আসামি করা হয়েছে। একটি মামলায় আসামি করা হয়েছে মতিউরের প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ ও মতিউর রহমানকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াত নেতা আহত

‘ছাগলকাণ্ড’: মতিউরকে জেলগেটে ৩ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট সময় : ০৫:২০:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় আমাকে হেনস্তার শিকার হতে হয়েছে। আমি ন্য়ায়বিচার চাই।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে মামলার শুনানিতে তিনি এ কথা বলেন। এদিন তাকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়।

এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ডের পক্ষে শুনানি করে বলেন, তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি মানিলন্ডারিং অপরাধে জড়িত আছেন কি না সেটা জানতে হবে।পারিবারিক জীবনে কেমন সম্পদের মালিক ছিলেন এবং চাকরিজীবনে তিনি কত সম্পদ অর্জন করেছেন সেটা নিরূপণ করতে হবে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান তার জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, এ মামলায় তাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তার জামিন প্রার্থনা করছি।এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেলগেটে নির্দেশ দিতে পারেন।

এ সময় আদালতের অনুমতি নিয়ে মতিউর বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর আমাকে হুমকি দেওয়া হয়। আমাকে শিবির ক্যাডার বানিয়েও এসডি করে। তখন আমি ব্যবসায়ের কাজ শুরু করি। দেড় বছর পর চাকরিতে ফিরে আসি। দায়িত্ব থাকাকালীন কোনো দুর্নীতি হয়নি। বরং ৩৪ লাখ টাকা পুরস্কার পেয়েছি।শুনানি শেষে আদালত তার রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই অস্ত্র আইনের মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৮ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ৬ জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রত্যেকটি মামলাতেই মতিউর রহমানকে আসামি করা হয়েছে। একটি মামলায় আসামি করা হয়েছে মতিউরের প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ ও মতিউর রহমানকে।