নিউজ ডেস্ক:
সিরিয়াসধর্মী সব ছবি করে নিজের আলাদা রকম একটি ইমেজ প্রতিষ্ঠা করেছিলেন গুণী অভিনেত্রী টাবু। কেউ পারতপক্ষে তার সঙ্গে রসিকতাও করতে যান না। আর সেই টাবুর মুখেই দুষ্টুমিভরা হাসি। চলনবলনে সেই সিরিয়াসনেস উধাও। সবকিছুই কেমন গোলমাল মনে হচ্ছে।
হবেই তো। কারণ টাবু এখন গোলমাল ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। গোলমাল সিরিজের এবারের ছবিটির নাম ‘গোলমাল এগেইন’। রোহিত শেঠির পরিচালনায় ছবিতে আরও অভিনয় করছেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, পরিনীতি চোপড়া, তুষার কাপুর ও শেয়াস তালপাড়ে।
সম্প্রতি ‘গোলমাল এগেইন’ এর প্রথম গ্রুপ ছবি শেয়ার করেন অজয় দেবগন। টুইটারে বেশ কয়েকটি ছবি শেয়ার করে পরিচালক রোহিতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।























































