শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

দুই বাইবেলে হাত রেখে শপথ নিলেন ট্রাম্প, কেন?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২২:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • ৭৮৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণত একটি বাইবেল ছুঁয়ে শপথ নেন । কিন্তু ট্রাম্প এবার দুই বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছেন। এর ফলে সবার মধ্যেই কৌতুহল জন্মেছে কারণ কী দুই বাইবেল ছুঁয়ে শপথ নেওয়ার। শপথের সময় তার ডান হাত শূন্যে, বাইবেলের ওপর ছিল বাঁ হাত। দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথবাক্য পাঠ করেন ট্রাম্প।

এই দুটি বাইবেলের মধ্যে  একটি ব্যবহৃত হয়েছিল ১৮৬১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথে। অন্য বাইবেলটি ট্রাম্পের মায়ের। ১৯৫৫ সালে সেটি মায়ের থেকে উপহার হিসেবে পেয়েছিলেন ট্রাম্প। তিনি এই দুই বাইবেলকেই অগ্রাধিকার দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি আমেরিকার সংবিধানের সংরক্ষরণ, সুরক্ষা ও প্রতিরক্ষার অঙ্গীকার করেছেন। তাই দুই বাইবেলের ওপর হাত রেখে শপথ গ্রহণ।

তবে ট্রাম্পই প্রথম নন। যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন প্রেসিডেন্টরাও দুটি বাইবেল নিয়ে শপথ নিয়েছেন অতীতে। এ তালিকায় রয়েছেন হ্যারি এস ট্রুম্যান, উইট ডি আইজ়েনআর, রিচার্ড এম নিক্সন এবং বারাক ওবামা।

লাইব্রেরি কংগ্রেসের তথ্য বলছে, আব্রাহাম লিঙ্কনের বাইবেলটির রং বার্গেন্ডি ভেলভেট। ১৬তম প্রেসিডেন্টে আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানে এই বাইবেল ব্যবহৃত হয়েছিল। কারণ ইলিনয় থেকে ওয়াশিংটন পর্যন্ত তার পরিবারের অন্যান্য সামগ্রীর সঙ্গে সেই বাইবেল আর হোয়াইট হাউস পর্যন্ত এসে পৌঁছায়নি। সূত্র,কাউন্টার পাঞ্চ।

অন্যদিকে ট্রাম্পের নিজস্ব বাইবেলটি ১৯৫৩ সালের। সেটি তার মা মেরি অ্যান ম্যাকলিয়ড তাকে উপহার দিয়েছিলেন। ১৯৫৫ সালে ৯ বছর বয়সে সানডে স্কুল থেকে পাস করার পর ট্রাম্প মায়ের কাছ থেকে এই উপহার পেয়েছিলেন। বাইবেলের মলাটের ওপর তার নাম খোদাই করা রয়েছে। ভেতরে রয়েছে গির্জা কর্তৃপক্ষের সই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুই বাইবেলে হাত রেখে শপথ নিলেন ট্রাম্প, কেন?

আপডেট সময় : ০১:২২:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণত একটি বাইবেল ছুঁয়ে শপথ নেন । কিন্তু ট্রাম্প এবার দুই বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছেন। এর ফলে সবার মধ্যেই কৌতুহল জন্মেছে কারণ কী দুই বাইবেল ছুঁয়ে শপথ নেওয়ার। শপথের সময় তার ডান হাত শূন্যে, বাইবেলের ওপর ছিল বাঁ হাত। দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথবাক্য পাঠ করেন ট্রাম্প।

এই দুটি বাইবেলের মধ্যে  একটি ব্যবহৃত হয়েছিল ১৮৬১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথে। অন্য বাইবেলটি ট্রাম্পের মায়ের। ১৯৫৫ সালে সেটি মায়ের থেকে উপহার হিসেবে পেয়েছিলেন ট্রাম্প। তিনি এই দুই বাইবেলকেই অগ্রাধিকার দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি আমেরিকার সংবিধানের সংরক্ষরণ, সুরক্ষা ও প্রতিরক্ষার অঙ্গীকার করেছেন। তাই দুই বাইবেলের ওপর হাত রেখে শপথ গ্রহণ।

তবে ট্রাম্পই প্রথম নন। যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন প্রেসিডেন্টরাও দুটি বাইবেল নিয়ে শপথ নিয়েছেন অতীতে। এ তালিকায় রয়েছেন হ্যারি এস ট্রুম্যান, উইট ডি আইজ়েনআর, রিচার্ড এম নিক্সন এবং বারাক ওবামা।

লাইব্রেরি কংগ্রেসের তথ্য বলছে, আব্রাহাম লিঙ্কনের বাইবেলটির রং বার্গেন্ডি ভেলভেট। ১৬তম প্রেসিডেন্টে আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানে এই বাইবেল ব্যবহৃত হয়েছিল। কারণ ইলিনয় থেকে ওয়াশিংটন পর্যন্ত তার পরিবারের অন্যান্য সামগ্রীর সঙ্গে সেই বাইবেল আর হোয়াইট হাউস পর্যন্ত এসে পৌঁছায়নি। সূত্র,কাউন্টার পাঞ্চ।

অন্যদিকে ট্রাম্পের নিজস্ব বাইবেলটি ১৯৫৩ সালের। সেটি তার মা মেরি অ্যান ম্যাকলিয়ড তাকে উপহার দিয়েছিলেন। ১৯৫৫ সালে ৯ বছর বয়সে সানডে স্কুল থেকে পাস করার পর ট্রাম্প মায়ের কাছ থেকে এই উপহার পেয়েছিলেন। বাইবেলের মলাটের ওপর তার নাম খোদাই করা রয়েছে। ভেতরে রয়েছে গির্জা কর্তৃপক্ষের সই।