শিরোনাম :
Logo আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বেই প্রয়োজন : খুবি উপাচার্য Logo বিশ্বের বড় কমেডি উৎসব সৌদি আরবে Logo রাবিতে ভর্তিতে জালিয়াতির অভিযোগে ১ শিক্ষার্থী আটক Logo মতলবে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মানসুর আহমদ সাকী’র পক্ষে লিফলেট বিতরণ Logo ব্যান্ডশিল্পী রাতুল মারা গেছেন Logo গাজায় বোমা হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু Logo যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রী পদে একজন ১০ বছরের বেশি নয়, একমত সব দল Logo থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প Logo চুয়াডাঙ্গা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শুরু জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের উদ্যোগ, পুরো পৌর এলাকায় চলবে স্প্রে কার্যক্রম

দুই বাইবেলে হাত রেখে শপথ নিলেন ট্রাম্প, কেন?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২২:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণত একটি বাইবেল ছুঁয়ে শপথ নেন । কিন্তু ট্রাম্প এবার দুই বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছেন। এর ফলে সবার মধ্যেই কৌতুহল জন্মেছে কারণ কী দুই বাইবেল ছুঁয়ে শপথ নেওয়ার। শপথের সময় তার ডান হাত শূন্যে, বাইবেলের ওপর ছিল বাঁ হাত। দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথবাক্য পাঠ করেন ট্রাম্প।

এই দুটি বাইবেলের মধ্যে  একটি ব্যবহৃত হয়েছিল ১৮৬১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথে। অন্য বাইবেলটি ট্রাম্পের মায়ের। ১৯৫৫ সালে সেটি মায়ের থেকে উপহার হিসেবে পেয়েছিলেন ট্রাম্প। তিনি এই দুই বাইবেলকেই অগ্রাধিকার দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি আমেরিকার সংবিধানের সংরক্ষরণ, সুরক্ষা ও প্রতিরক্ষার অঙ্গীকার করেছেন। তাই দুই বাইবেলের ওপর হাত রেখে শপথ গ্রহণ।

তবে ট্রাম্পই প্রথম নন। যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন প্রেসিডেন্টরাও দুটি বাইবেল নিয়ে শপথ নিয়েছেন অতীতে। এ তালিকায় রয়েছেন হ্যারি এস ট্রুম্যান, উইট ডি আইজ়েনআর, রিচার্ড এম নিক্সন এবং বারাক ওবামা।

লাইব্রেরি কংগ্রেসের তথ্য বলছে, আব্রাহাম লিঙ্কনের বাইবেলটির রং বার্গেন্ডি ভেলভেট। ১৬তম প্রেসিডেন্টে আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানে এই বাইবেল ব্যবহৃত হয়েছিল। কারণ ইলিনয় থেকে ওয়াশিংটন পর্যন্ত তার পরিবারের অন্যান্য সামগ্রীর সঙ্গে সেই বাইবেল আর হোয়াইট হাউস পর্যন্ত এসে পৌঁছায়নি। সূত্র,কাউন্টার পাঞ্চ।

অন্যদিকে ট্রাম্পের নিজস্ব বাইবেলটি ১৯৫৩ সালের। সেটি তার মা মেরি অ্যান ম্যাকলিয়ড তাকে উপহার দিয়েছিলেন। ১৯৫৫ সালে ৯ বছর বয়সে সানডে স্কুল থেকে পাস করার পর ট্রাম্প মায়ের কাছ থেকে এই উপহার পেয়েছিলেন। বাইবেলের মলাটের ওপর তার নাম খোদাই করা রয়েছে। ভেতরে রয়েছে গির্জা কর্তৃপক্ষের সই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বেই প্রয়োজন : খুবি উপাচার্য

দুই বাইবেলে হাত রেখে শপথ নিলেন ট্রাম্প, কেন?

আপডেট সময় : ০১:২২:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণত একটি বাইবেল ছুঁয়ে শপথ নেন । কিন্তু ট্রাম্প এবার দুই বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছেন। এর ফলে সবার মধ্যেই কৌতুহল জন্মেছে কারণ কী দুই বাইবেল ছুঁয়ে শপথ নেওয়ার। শপথের সময় তার ডান হাত শূন্যে, বাইবেলের ওপর ছিল বাঁ হাত। দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথবাক্য পাঠ করেন ট্রাম্প।

এই দুটি বাইবেলের মধ্যে  একটি ব্যবহৃত হয়েছিল ১৮৬১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথে। অন্য বাইবেলটি ট্রাম্পের মায়ের। ১৯৫৫ সালে সেটি মায়ের থেকে উপহার হিসেবে পেয়েছিলেন ট্রাম্প। তিনি এই দুই বাইবেলকেই অগ্রাধিকার দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি আমেরিকার সংবিধানের সংরক্ষরণ, সুরক্ষা ও প্রতিরক্ষার অঙ্গীকার করেছেন। তাই দুই বাইবেলের ওপর হাত রেখে শপথ গ্রহণ।

তবে ট্রাম্পই প্রথম নন। যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন প্রেসিডেন্টরাও দুটি বাইবেল নিয়ে শপথ নিয়েছেন অতীতে। এ তালিকায় রয়েছেন হ্যারি এস ট্রুম্যান, উইট ডি আইজ়েনআর, রিচার্ড এম নিক্সন এবং বারাক ওবামা।

লাইব্রেরি কংগ্রেসের তথ্য বলছে, আব্রাহাম লিঙ্কনের বাইবেলটির রং বার্গেন্ডি ভেলভেট। ১৬তম প্রেসিডেন্টে আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানে এই বাইবেল ব্যবহৃত হয়েছিল। কারণ ইলিনয় থেকে ওয়াশিংটন পর্যন্ত তার পরিবারের অন্যান্য সামগ্রীর সঙ্গে সেই বাইবেল আর হোয়াইট হাউস পর্যন্ত এসে পৌঁছায়নি। সূত্র,কাউন্টার পাঞ্চ।

অন্যদিকে ট্রাম্পের নিজস্ব বাইবেলটি ১৯৫৩ সালের। সেটি তার মা মেরি অ্যান ম্যাকলিয়ড তাকে উপহার দিয়েছিলেন। ১৯৫৫ সালে ৯ বছর বয়সে সানডে স্কুল থেকে পাস করার পর ট্রাম্প মায়ের কাছ থেকে এই উপহার পেয়েছিলেন। বাইবেলের মলাটের ওপর তার নাম খোদাই করা রয়েছে। ভেতরে রয়েছে গির্জা কর্তৃপক্ষের সই।