অভিষেকের আনন্দে নাচলেন ট্রাম্প, তবে অভিবাসীদের দিলেন কড়া বার্তা

0
9

কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। আর সেই আনন্দে রোববার এক বিশাল সমাবেশে হাজির হন তিনি। সাংস্কৃতিক পরিবেশনায় তিনি ডিসকো ব্যান্ড ভিলেজ পিপলের সদস্যদের সঙ্গে গানের তালে তালে নাচতে শুরু করেন।

বিজয় সমাবেশে ট্রাম্পের সঙ্গে তার পরিবারের সদস্যরাও মঞ্চে যোগ দেন, যার মধ্যে ছিলেন ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক এবং এরিকের স্ত্রী লারা ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার দুপুরে ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে।

তবে সেদিনের সমাবেশে ছিলেন টিকটকের সিইও শাউ জি চিউ। তবে সেখানে বসেই টিকটককে নিষেধাজ্ঞা থেকে রক্ষা করার জন্য নিজেকে কৃতিত্ব দেন ট্রাম্প।

ট্রাম্প জানান, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতিতে কাজ করবেন। এছাড়াও দেশটিতে অভিবাসীদের অনুপ্রবেশ সূর্যাস্তের আগে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলেও বলেন তিনি।

অভিবাসীদের বিরুদ্ধে দেয়া ঘোষণার বিষয়ে তিনি বলেন, এটি হবে মার্কিন ইতিহাসের বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া। তবে বিশাল এই অপারেশন সম্পন্ন করতে বছরখানেক সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হতে পারে।

হোয়াইট হাউজের একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প তার প্রথম দিনে ২০০টিরও বেশি নির্বাহী আদেশ জারি করবেন। এর মধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, মাদকচক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণিভুক্ত করাসহ নানা নীতি পুনর্বহালের উদ্যোগ রয়েছে