সোমবার | ২৬ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার Logo ইবিতে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৪:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
  • ৭৭৭ বার পড়া হয়েছে

গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন। শনিবার (১৮ প্রকাশিত) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সামরিক বাহিনী একটি ‘লকডাউন’ ঘোষণা করার পরিকল্পনা করেছিল, যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।

গত ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান করছেন। তবে ভারত সরকার এখনও পর্যন্ত শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে আশ্রয় প্রদান করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

প্রতিবেদনটিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সময় তারা গণভবনে উপস্থিত ছিলেন এবং ছাত্র বিক্ষোভের সমাধান খুঁজতে আলোচনা চালাচ্ছিলেন। তবে কিছু সদস্য মনে করেছিলেন, শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, যার কারণে তারা লকডাউন পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায়, যখন শেখ হাসিনা চীনে যাওয়ার পর তার সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ তীব্র হয়।

নওফেল জানান, ছাত্ররা যখন ‘এক দফা দাবি- শেখ হাসিনার পদত্যাগ’ দাবি করছিল, তখন তাকে শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন। তবে বিক্ষোভ তীব্র হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান বলেও জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল 

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৫:০৪:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন। শনিবার (১৮ প্রকাশিত) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সামরিক বাহিনী একটি ‘লকডাউন’ ঘোষণা করার পরিকল্পনা করেছিল, যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।

গত ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান করছেন। তবে ভারত সরকার এখনও পর্যন্ত শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে আশ্রয় প্রদান করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

প্রতিবেদনটিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সময় তারা গণভবনে উপস্থিত ছিলেন এবং ছাত্র বিক্ষোভের সমাধান খুঁজতে আলোচনা চালাচ্ছিলেন। তবে কিছু সদস্য মনে করেছিলেন, শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, যার কারণে তারা লকডাউন পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায়, যখন শেখ হাসিনা চীনে যাওয়ার পর তার সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ তীব্র হয়।

নওফেল জানান, ছাত্ররা যখন ‘এক দফা দাবি- শেখ হাসিনার পদত্যাগ’ দাবি করছিল, তখন তাকে শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন। তবে বিক্ষোভ তীব্র হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান বলেও জানান।