শিরোনাম :
Logo চীনে ভয়াবহ বন্যা , বৃদ্ধাশ্রমে ৩০ জনের মৃত্যু Logo আধা ঘণ্টার ব্যাটিংয়ে দুই রেকর্ড গিলের, হতে পারে আরও Logo বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতে ৪৪ জনের মৃত্যু Logo কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত অন্তত ৪০ Logo পিআর পদ্ধতি জানে না জনগণ, চায় পুরোনো পদ্ধতিতে নির্বাচন: টুকু Logo চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ Logo ঢাকাস্থ চাঁদপুর সমিতির’সাধারন সভা অনুষ্ঠিত চাঁদপুর জেলা হবে বাংলাদেশের মডেল এবং বুদ্ধি ভিত্তিক চর্চার প্রাণকেন্দ্র ……উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা Logo বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo রাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশিত Logo বিশুদ্ধ পানির চাহিদা পুরনের লক্ষে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেন মোঃ মতিউর রহমান

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৪:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
  • ৭৬২ বার পড়া হয়েছে

গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন। শনিবার (১৮ প্রকাশিত) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সামরিক বাহিনী একটি ‘লকডাউন’ ঘোষণা করার পরিকল্পনা করেছিল, যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।

গত ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান করছেন। তবে ভারত সরকার এখনও পর্যন্ত শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে আশ্রয় প্রদান করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

প্রতিবেদনটিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সময় তারা গণভবনে উপস্থিত ছিলেন এবং ছাত্র বিক্ষোভের সমাধান খুঁজতে আলোচনা চালাচ্ছিলেন। তবে কিছু সদস্য মনে করেছিলেন, শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, যার কারণে তারা লকডাউন পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায়, যখন শেখ হাসিনা চীনে যাওয়ার পর তার সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ তীব্র হয়।

নওফেল জানান, ছাত্ররা যখন ‘এক দফা দাবি- শেখ হাসিনার পদত্যাগ’ দাবি করছিল, তখন তাকে শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন। তবে বিক্ষোভ তীব্র হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান বলেও জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনে ভয়াবহ বন্যা , বৃদ্ধাশ্রমে ৩০ জনের মৃত্যু

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৫:০৪:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন। শনিবার (১৮ প্রকাশিত) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সামরিক বাহিনী একটি ‘লকডাউন’ ঘোষণা করার পরিকল্পনা করেছিল, যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।

গত ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান করছেন। তবে ভারত সরকার এখনও পর্যন্ত শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে আশ্রয় প্রদান করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

প্রতিবেদনটিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সময় তারা গণভবনে উপস্থিত ছিলেন এবং ছাত্র বিক্ষোভের সমাধান খুঁজতে আলোচনা চালাচ্ছিলেন। তবে কিছু সদস্য মনে করেছিলেন, শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, যার কারণে তারা লকডাউন পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায়, যখন শেখ হাসিনা চীনে যাওয়ার পর তার সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ তীব্র হয়।

নওফেল জানান, ছাত্ররা যখন ‘এক দফা দাবি- শেখ হাসিনার পদত্যাগ’ দাবি করছিল, তখন তাকে শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন। তবে বিক্ষোভ তীব্র হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান বলেও জানান।