শিরোনাম :
Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি Logo তদন্ত রিপোর্ট চেয়ে বিক্ষোভ, গদি ছাড়ার হুঁশিয়ারি প্রশাসনকে Logo বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে : মির্জা ফখরুল Logo রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট Logo ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস Logo নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় আগুনে ২০টি ঘর Logo রাবির আইআর বিভাগে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প Logo গ্যাসের সিলিন্ডারে ৫০ হাজার পিস ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ী আটক

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নারী-শিশুসহ নিহত ১৫

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৪২ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বারমাল জেলায় চালানো এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারান। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামে এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পাকিস্তানের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়, যা মুর্গ বাজারসহ কয়েকটি গ্রাম ধ্বংস করে দেয়।

বিমান হামলায় বেসামরিক মানুষের গুরুতর হতাহতের পাশাপাশি বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে। এখনও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। খামা প্রেস জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার পর তালেবান প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা বৈধ অধিকার। আমরা এই হামলার জন্য দায়ীদের উপযুক্ত জবাব দেব।”

অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় তালেবান জঙ্গিদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিশেষত, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। এই হামলা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নারী-শিশুসহ নিহত ১৫

আপডেট সময় : ০৮:৪৭:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বারমাল জেলায় চালানো এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারান। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামে এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পাকিস্তানের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়, যা মুর্গ বাজারসহ কয়েকটি গ্রাম ধ্বংস করে দেয়।

বিমান হামলায় বেসামরিক মানুষের গুরুতর হতাহতের পাশাপাশি বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে। এখনও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। খামা প্রেস জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার পর তালেবান প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা বৈধ অধিকার। আমরা এই হামলার জন্য দায়ীদের উপযুক্ত জবাব দেব।”

অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় তালেবান জঙ্গিদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিশেষত, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। এই হামলা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।