ভারতকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে, জনগণের দৃষ্টিতে দেখে এই সরকারের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আমাদের সম্পর্ক কোনোভাবে বিচ্যুত হয়, সার্বভৌমত্ব-অখণ্ডতার প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেব না।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, জাতীয় ঐক্যর ভিত্তিতেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে। জাতীয় ঐক্যর প্রয়োজনীয়তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় অনুভব করে।
গতকাল আপনারা দেখেছেন, জগন্নাথ হল থেকে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান একসঙ্গে লড়াই করবো, যোগ করেন এই ছাত্র নেতা।