আজ মঙ্গলবার (৫ নভেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এবারের মার্কিন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৪ কোটি হলেও ফলাফল নির্ধারণ করবেন খুব কম সংখ্যক ভোটার। বিশেষজ্ঞদের মতে, সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য নামে পরিচিত ৭টি রাজ্যের ভোটাররা নির্ধারণ করবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
এরমধ্যে শেষবারের মত নির্বাচনী প্রচারণায় ফিলাডেলফিয়ার মঞ্চে উঠেছেন ডেমোক্রেট পদপ্রার্থী কমলা হ্যারিস। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি তার শেষ বক্তৃতা শুরু করেন। এসময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমেরিকা কে দেখানোর জন্য, আমরা সবাই এতে একসাথে আছি”।
বর্তমান ভাইস প্রেসিডেন্ট এসময় জানান, তিনি পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত।
কমলা বলেন, “আমাদের প্রচারাভিযান আমেরিকান জনগণের উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্খা এবং স্বপ্নের সাথে যুক্ত হয়েছে। আমরা আশাবাদী জয়ের ব্যপারে।” সূত্র: বিবিসি