রাশিয়ার পূর্বাঞ্চলে ২২ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া হেলিকপ্টারটির সন্ধান পেয়েছেন উদ্ধারকারী দল। বিধ্বস্ত ওই হেলিকপ্টার থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তৎপরতা চলছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, হেলিকপ্টারটির সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আকাশ থেকে প্রথমে নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সর্বশেষ যোগাযোগ করা স্থানের পাশেই সেটি পাওয়া যায়। ওই স্থানটি ভূপৃষ্টের ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত।
শনিবার (৩১ আগস্ট) টেলিগ্রামে দেওয়া একটি ভিডিও থেকে জানা যায়, হেলিকপ্টারটিতে মোট ২২ জন আরোহী ছিলো। এরমধ্যে ১৯ জন যাত্রী। আর ৩ জন কেবিন ক্রু।
এমআই-৮ দুই ইঞ্জিনের এই হেলিকপ্টারটির ডিজাইন করা হয় ১৯৬০ সালের দিকে। এই হেলিকপ্টারটি পরিবহনের জন্য রাশিয়ায় বেশ ব্যবহৃত হয়। বিশেষত দুর্ঘটনা প্রবণ এলাকায়। রাশিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোতেও এটির ব্যবহার আছে।জানা যায়, কামচাটকা অঞ্চলের ভাচকাজেক আগ্নেয়গিরির পাশের এলাকা থেকে হেলিকপ্টারটি যাত্রা শুরু করে। এই অঞ্চল থেকে জীবন্ত ভাচকাজেক আগ্নেয়গিরিকে খুব কাছে থেকে দেখা যায়। কিন্তু উড্ডয়নের পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হেলিকপ্টারটি ফিরে আসেনি।