নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ৭৩৬ বার পড়া হয়েছে

অতীতের একটি কালো অধ্যায় সামনে আনলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ক্যারিয়ারের শুরুর দিকে নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন জোলি! কিন্তু কেন?

২০০১ সালে যখন জোলির বয়স ২২ বছর তখন নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি। নিজেকে হত্যার জন্য একজন বন্দুকধারীকেও ভাড়া করেছিলেন এই অভিনেত্রী!

বিষয়টির ব্যাখ্যা দিয়ে জোলি বলেন, তার মাথায় আত্মহত্যার চিন্তা ঘুরতো এবং তিনি মনে করেছিলেন বিষয়টি যদি হত্যা হিসেবে সাজানো যায় তাহলে তার কাছের মানুষদের মেনে নিতে সুবিধা হবে।

সম্প্রতি আইএমডিবির এক সাক্ষাতকারে জোলি বলেন, ‘এমন এক সময় ছিল যখন নিজেকে হত্যার জন্য আমি মানুষ ভাড়া করতে যাচ্ছিলাম।

তিনি মনে করেছিলেন তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখানো গেলে তার পরিবার-বন্ধুরা তাকে কম অপরাধী বলে মনে করবে।

‘দ্যা ফেস’ এর সাথে আরেকটি সাক্ষাতকারে জোলি বলেছিলেন, ‘নিউইয়র্কে একজন বন্দুকধারী খুঁজে পাওয়া কঠিন কিছু ছিল না। ’

অবশ্য তাকে এই ভয়ঙ্কর চিন্তা থেকে বের করে আনতে সাহায্য করেছিল তার ভাড়া করা বন্দুকধারীই। জোলিকে হত্যার জন্য ভাড়া করা সেই বন্ধুকধারী দুই মাস সময় চেয়েছিলেন বিষয়টি ভেবে দেখার জন্য। আর এই সময়েই আত্মঘাতী এই চিন্তা থেকে বের হয়ে আসেন জোলি।

২০০৫ সালে জেনিফার অ্যানিস্টনের সাথে ব্র্যাড পিটের বিচ্ছেদের পর সম্পর্কে জড়ান জোলি-পিট। এরপর ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে  বসেন তারা। যদিও এই বিয়ে টিকেছিল মাত্র ২ বছর। ২০১৬ সালে জোলি বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট সময় : ০১:২৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

অতীতের একটি কালো অধ্যায় সামনে আনলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ক্যারিয়ারের শুরুর দিকে নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন জোলি! কিন্তু কেন?

২০০১ সালে যখন জোলির বয়স ২২ বছর তখন নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি। নিজেকে হত্যার জন্য একজন বন্দুকধারীকেও ভাড়া করেছিলেন এই অভিনেত্রী!

বিষয়টির ব্যাখ্যা দিয়ে জোলি বলেন, তার মাথায় আত্মহত্যার চিন্তা ঘুরতো এবং তিনি মনে করেছিলেন বিষয়টি যদি হত্যা হিসেবে সাজানো যায় তাহলে তার কাছের মানুষদের মেনে নিতে সুবিধা হবে।

সম্প্রতি আইএমডিবির এক সাক্ষাতকারে জোলি বলেন, ‘এমন এক সময় ছিল যখন নিজেকে হত্যার জন্য আমি মানুষ ভাড়া করতে যাচ্ছিলাম।

তিনি মনে করেছিলেন তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখানো গেলে তার পরিবার-বন্ধুরা তাকে কম অপরাধী বলে মনে করবে।

‘দ্যা ফেস’ এর সাথে আরেকটি সাক্ষাতকারে জোলি বলেছিলেন, ‘নিউইয়র্কে একজন বন্দুকধারী খুঁজে পাওয়া কঠিন কিছু ছিল না। ’

অবশ্য তাকে এই ভয়ঙ্কর চিন্তা থেকে বের করে আনতে সাহায্য করেছিল তার ভাড়া করা বন্দুকধারীই। জোলিকে হত্যার জন্য ভাড়া করা সেই বন্ধুকধারী দুই মাস সময় চেয়েছিলেন বিষয়টি ভেবে দেখার জন্য। আর এই সময়েই আত্মঘাতী এই চিন্তা থেকে বের হয়ে আসেন জোলি।

২০০৫ সালে জেনিফার অ্যানিস্টনের সাথে ব্র্যাড পিটের বিচ্ছেদের পর সম্পর্কে জড়ান জোলি-পিট। এরপর ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে  বসেন তারা। যদিও এই বিয়ে টিকেছিল মাত্র ২ বছর। ২০১৬ সালে জোলি বিবাহবিচ্ছেদের আবেদন করেন।