আন্তর্জাতিক ডেক্সঃ
পথচারীদের ওপর একটি গাড়ি উঠে গিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, মঙ্গলবার (২ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় অন্তত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে।
তবে সতর্ক করে দিয়ে বলেছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী গাড়িটি ভুল পথে চলছিল। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়।
উল্লেখ্য, সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় সাধারণ শহুরে রাস্তায় গাড়ি চালানোর গতিসীমা বেঁধে দেওয়া আছে। আবাসিক এলাকায় এ সীমা ৩০ কিলোমিটার। অন্যান্য এলাকায় এই গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। (সূত্র: বিবিসি)

























































