ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিউজ ডেস্ক:খাগড়াছড়িতে বাকপ্রতিবন্ধী আদিবাসী তরুণী ও সিলেটে এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার নের্তৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশি বাঁধার মুখে পড়ে। পরবর্তীতে নের্তৃবৃন্দ প্রেসক্লাব অডিটরিয়ামের মধ্যে সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আশিকুল হক শিপুল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক সাজিদ হাসান মালিক সজীব, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব।
ছাত্রদলের নের্তৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশে আজ কোনো মানুষই নিরাপদ নয়, খুন, গুম, ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ নির্লজ্জভাবে অপকর্ম করে চলেছে। ছাত্রলীগের কারণে গোটা ছাত্র রাজনীতিই আজ বিতর্কিত, কলঙ্কিত। এ সময় গণধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদলের নের্তৃবৃন্দ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব এমডিকে সুলতান, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্যসচিব আল মামুন, দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক এস এম কামরুল হাসান লাবু, সদস্যসচিব ফরহাদ হোসেন, জীবননগর পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরণ হাসনাত রাসেল, সদস্যসচিব আব্দুল্লাহ আল মাসুদ, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান, সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ ও জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম। এ ছাড়াও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।