মেহেরপুরে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

0
26

নিউজ ডেস্ক:মেহেরপুরে আশরাফ শেখ অরফে আফু(৩৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। তারা সম্পর্কে দুঃসম্পর্কের নানা-নাতনি বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টার মেহেরপুর শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সন্ধায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

৮ম শ্রেণীর ঐ ছাত্রীর মামা জানান, বুধবার সকালে আশরাফ শেখ অরফে আফুর মেয়ে আমার ভাগ্নির বান্ধবী। এই সুবাদে সে আফুর বাড়িতে যায়।

পরে তার মেয়ে সিগারেট আনার কথা বলে বাইরে পাঠিয়ে দেয়। এই সুযোগে আমার ভাগ্নিকে আফু ধর্ষণের চেষ্টা করে। পরে আমার ভাগ্নি সেখান থেকে পালিয়ে আসে।

সদর থানার ওসি শাহ দারা খান জানান, আমরা এরকম একটি অভিযোগ পেয়েছি। মামলাটি রেকর্ড করার প্রক্রিয়া চলছে। সেই সাথে আসামীকে দ্রুত আটক করার চেষ্টা চলছে।