মেহেরপুরে কচুর বস্তুার ভিতর থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার

0
27

নিউজ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলা কায়ুমকাটা রোড থেকে ৮ টি কচুর বস্তার ভিতরে ৬৭ বতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদর থানার এস আই শরিফ হাবিব এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় তিনি বলেন আমাদের কাছে সংবাদ আসে মেহেরপুর সদর গাংনী উপজেলার শাহারবাটি গ্রাম থেকে আলগামনে ৮ বস্তা কচুর ভিতরে ফেন্সিডিল মেহেরপুরে আসছে। তারই সুত্র ধরে আমরা কায়ুমকাটা রাস্তার ভিতরে কচু বোঝায় গাড়িটা আটকায় এবং সেখান থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসময় তিনি আরও বলেন ঘটনা স্থলে আলগামন চালক মানিক (২৬) কে জিজ্ঞাসা করার জন্য থানায় নেওয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার এএসআই ওবাইদুর রহমান, এ এস আই আব্দুল মালেক, এ এস আই মিরাজুল ইসলাম,ও বৈকন্ঠপুর ক্যাম্পের এ এস আই মাসুদ রানা প্রমুখ।