বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা প্রকাশ শীর্ষে ‘দ্য রক’

  • আপডেট সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে বিশ্বের প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস। মঙ্গলবার ২০১৯ সালের ১ জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত নেয়া তথ্যের ভিত্তিতে নির্ধারিত এই জরিপ প্রকাশ করা হয়।

সম্প্রতি ফোর্বসের করা এই জরিপে তালিকায় শীর্ষে রয়েছেন ‘দ্য রক’খ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। গত এক বছরে ৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেতা রায়ান রেনল্ড। গত এক বছরে ৭১.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি।

এরপর যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন মার্ক ওয়ালবার্গ, বেন অ্যাফ্লেক ও ভিন ডিজেল। এ অভিনেতাদের আয় যথাক্রমে ৫৮ মিলিয়ন, ৫৫ মিলিয়ন ও ৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া দশজনের এই তালিকায় বলিউড থেকে জায়গা করে নিয়েছেন একমাত্র অভিনেতা অক্ষয় কুমার। তার অবস্থান ষষ্ঠ। গত এক বছরে ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি।

এরপর যথাক্রমে সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে আছেন লিন ম্যানুয়েল মিরান্ডা, উইল স্মিথ, অ্যাডাম স্যান্ডলার ও জ্যাকি চ্যান।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা প্রকাশ শীর্ষে ‘দ্য রক’

আপডেট সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে বিশ্বের প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস। মঙ্গলবার ২০১৯ সালের ১ জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত নেয়া তথ্যের ভিত্তিতে নির্ধারিত এই জরিপ প্রকাশ করা হয়।

সম্প্রতি ফোর্বসের করা এই জরিপে তালিকায় শীর্ষে রয়েছেন ‘দ্য রক’খ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। গত এক বছরে ৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেতা রায়ান রেনল্ড। গত এক বছরে ৭১.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি।

এরপর যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন মার্ক ওয়ালবার্গ, বেন অ্যাফ্লেক ও ভিন ডিজেল। এ অভিনেতাদের আয় যথাক্রমে ৫৮ মিলিয়ন, ৫৫ মিলিয়ন ও ৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া দশজনের এই তালিকায় বলিউড থেকে জায়গা করে নিয়েছেন একমাত্র অভিনেতা অক্ষয় কুমার। তার অবস্থান ষষ্ঠ। গত এক বছরে ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি।

এরপর যথাক্রমে সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে আছেন লিন ম্যানুয়েল মিরান্ডা, উইল স্মিথ, অ্যাডাম স্যান্ডলার ও জ্যাকি চ্যান।