শিরোনাম :
Logo জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা Logo দৈনিক কালের কন্ঠের সম্পাদকের সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ! Logo গল্লামারী মৎস্য খামার হস্তান্তরে প্রধান উপদেষ্টার কাছে খুবি শিক্ষার্থীদের খোলা চিঠি Logo ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি Logo খুবির আবাসন সংকট ও ক্যাম্পাস সম্প্রসারণ নিরসনে বাধা গল্লামারী মৎস্য খামার Logo রাজশাহী বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির সভাপতি নিতু, সাধারণ সম্পাদক রিদয় Logo ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ: ৯৩ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও নগদ সহায়তা প্রদান Logo সিরাজগঞ্জে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল! প্রশাসনের তদন্তে অনিয়মের প্রমাণ Logo আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: জবির ফিন্যান্স ১৭তম ব্যাচের সহপাঠীদের বিবৃতি

লোক দেখানো ও হাস্যকর কর্মসূচিতে হতাশ বিএনপির নেতাকর্মীরা !

  • আপডেট সময় : ০৪:০২:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির আগে থেকেই বিভিন্ন ইস্যুতে লোক দেখানো ও হাস্যকর কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচির ফলে দিন দিন হতাশায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে তৃণমূল থেকে দলের হাইকমান্ডের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালে লাগাতার অবরোধ কর্মসূচির পর এখন পর্যন্ত বড় কোনো আন্দোলনের ডাক দিতে পারেনি বিএনপি। সেসময় থেকেই বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফলতার মুখ দেখেনি দলটি। এমনকি দলের চেয়ারপার্সন খালেদার মুক্তি আন্দোলনেও জনসম্পৃক্ততা অর্জন করতে পারেনি বিএনপি। কর্মসূচি ঘোষণা করলেও সাড়া পায়নি জনগণের।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র দায়িত্বশীল এক নেতা বলেন, বিএনপি এখন তার রাজনীতিতে ঐতিহ্য ও ছন্দ হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, এ দলের প্রতিটি সংগঠনই আজ প্রায় অকেজো। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর কমিটির কার্যকারিতা হারিয়েছে অনেক আগেই। কোনো কর্মসূচি তারা সফলভাবে পালন করতে পারে না। কর্মসূচি ঘোষণা করলে তাতে নেতাকর্মীদের উপস্থিতি থাকে না। আর যেসব কর্মসূচি ঘোষণা করে, তা পালন করার মতো নয়।

তিনি আরো বলেন, বিএনপির মত বৃহত্তম একটা দল কালোপতাকা ব্যাজ ধারণ, প্রতীকী অনশন ও গণস্বাক্ষরের মতো কর্মসূচি দেয়। এটি বিএনপির জন্য চরম লজ্জার বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, দুজন-পাঁচজন লোক নিয়ে বিএনপির মত এত বড় একটা দলের কর্মসূচি পালন করা কোনোভাবেই উচিত নয়। এটা শুধু হাস্যকরই নয়, দলের জন্য হুমকিও বটে। এ ধরনের কর্মসূচি পালন করলে দিন দিন নেতাকর্মীরা রাজনীতি থেকে মুখ সরিয়ে নেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা

লোক দেখানো ও হাস্যকর কর্মসূচিতে হতাশ বিএনপির নেতাকর্মীরা !

আপডেট সময় : ০৪:০২:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির আগে থেকেই বিভিন্ন ইস্যুতে লোক দেখানো ও হাস্যকর কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচির ফলে দিন দিন হতাশায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে তৃণমূল থেকে দলের হাইকমান্ডের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালে লাগাতার অবরোধ কর্মসূচির পর এখন পর্যন্ত বড় কোনো আন্দোলনের ডাক দিতে পারেনি বিএনপি। সেসময় থেকেই বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফলতার মুখ দেখেনি দলটি। এমনকি দলের চেয়ারপার্সন খালেদার মুক্তি আন্দোলনেও জনসম্পৃক্ততা অর্জন করতে পারেনি বিএনপি। কর্মসূচি ঘোষণা করলেও সাড়া পায়নি জনগণের।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র দায়িত্বশীল এক নেতা বলেন, বিএনপি এখন তার রাজনীতিতে ঐতিহ্য ও ছন্দ হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, এ দলের প্রতিটি সংগঠনই আজ প্রায় অকেজো। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর কমিটির কার্যকারিতা হারিয়েছে অনেক আগেই। কোনো কর্মসূচি তারা সফলভাবে পালন করতে পারে না। কর্মসূচি ঘোষণা করলে তাতে নেতাকর্মীদের উপস্থিতি থাকে না। আর যেসব কর্মসূচি ঘোষণা করে, তা পালন করার মতো নয়।

তিনি আরো বলেন, বিএনপির মত বৃহত্তম একটা দল কালোপতাকা ব্যাজ ধারণ, প্রতীকী অনশন ও গণস্বাক্ষরের মতো কর্মসূচি দেয়। এটি বিএনপির জন্য চরম লজ্জার বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, দুজন-পাঁচজন লোক নিয়ে বিএনপির মত এত বড় একটা দলের কর্মসূচি পালন করা কোনোভাবেই উচিত নয়। এটা শুধু হাস্যকরই নয়, দলের জন্য হুমকিও বটে। এ ধরনের কর্মসূচি পালন করলে দিন দিন নেতাকর্মীরা রাজনীতি থেকে মুখ সরিয়ে নেবে।