শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা Logo হাদীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নোবিপ্রবিতে বিক্ষোভ Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ জন পাচারকারী আটক Logo কচুয়ায় র‍্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক Logo চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পিতার মৃত্যুতে দোয়া Logo জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নতুন কমিটি ঘোষণা Logo জাবিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহন Logo পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ Logo সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ঔষধসহ আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ Logo কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদন এপ্রিল’ ২০১৯ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ১৯৭ জন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪০:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে BHRC’র ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-IHRC’র সহযোগিতায় প্রতিবেদন সম্পন্ন করে। জরিপে এপ্রিল ২০১৯ মাসে সারা দেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ১৯৭টি। এ ধরনের হত্যাকান্ড অবশ্যই আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। কমিশন এই হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এপ্রিল ২০১৯ মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে ৬ এর অধিক। আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরণের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব। সম্প্রতি শিশু নির্যাতন ও হত্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্ধেগ ও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকার ও আইন শৃংখলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়-
২০১৯ সালের এপ্রিল মাসে হত্যাকান্ডের শিকার ———————————————  ১৯৭ জন।

এর মধ্যে
০১। যৌতুকের কারণে হত্যা —————————————————————- ০৭ জন।
০২। পারিবারিক সহিংসতায় হত্যা———————————————————— ৩০ জন।
০৩। সামাজিক সহিংসতায় হত্যা ———————————————————— ৬১ জন।
০৪। রাজনৈতিক কারণে হত্যা ————————————————————– ০৭ জন।
০৫। আইন শৃংখলা বাহিনীর হাতে হত্যা —————————————————— ২৭ জন।
০৬। বিএসএফ কর্তৃক হত্যা —————————————————————- ০২ জন।
০৭। চিকিৎসকের অবহেলায় মৃত্যু ———————————————————— ০৬ জন।
০৮। অপহরণ হত্যা————————————————————————- ০৯ জন।
০৯। গুপ্ত হত্যা —————————————————————————– ০৭ জন।
১০। রহস্যজনক মৃত্যু ———————————————————————- ৩৫ জন।
১১। ধর্ষণের পর হত্যা ——————————————————————— ০৪ জন।
১২। এসিড নিক্ষেপে হত্যা —————————————————————– ০২ জন।

বিভিন্ন দুর্ঘটনায় নিহত-
ক) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু —————————————————————-২৫৯ জন।
খ) আত্মহত্যা —————————————————————————- ২৩ জন।

এপ্রিল ২০১৯ সালে কতিপয় নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনাবলী-
ক) ধর্ষণ———————————————————————————- ৯৩ জন।
খ) যৌন নির্যাতন————————————————————————– ০৭ জন।
গ) যৌতুক নির্যাতন————————————————————————-০৬ জন।
ঘ) এসিড নিক্ষেপ ————————————————————————– ০২ জন।
ঙ) সাংবাদিক নির্যাতন ———————————————————————- ০২ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদন এপ্রিল’ ২০১৯ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ১৯৭ জন

আপডেট সময় : ১১:৪০:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

নিউজ ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে BHRC’র ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-IHRC’র সহযোগিতায় প্রতিবেদন সম্পন্ন করে। জরিপে এপ্রিল ২০১৯ মাসে সারা দেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ১৯৭টি। এ ধরনের হত্যাকান্ড অবশ্যই আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। কমিশন এই হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এপ্রিল ২০১৯ মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে ৬ এর অধিক। আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরণের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব। সম্প্রতি শিশু নির্যাতন ও হত্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্ধেগ ও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকার ও আইন শৃংখলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়-
২০১৯ সালের এপ্রিল মাসে হত্যাকান্ডের শিকার ———————————————  ১৯৭ জন।

এর মধ্যে
০১। যৌতুকের কারণে হত্যা —————————————————————- ০৭ জন।
০২। পারিবারিক সহিংসতায় হত্যা———————————————————— ৩০ জন।
০৩। সামাজিক সহিংসতায় হত্যা ———————————————————— ৬১ জন।
০৪। রাজনৈতিক কারণে হত্যা ————————————————————– ০৭ জন।
০৫। আইন শৃংখলা বাহিনীর হাতে হত্যা —————————————————— ২৭ জন।
০৬। বিএসএফ কর্তৃক হত্যা —————————————————————- ০২ জন।
০৭। চিকিৎসকের অবহেলায় মৃত্যু ———————————————————— ০৬ জন।
০৮। অপহরণ হত্যা————————————————————————- ০৯ জন।
০৯। গুপ্ত হত্যা —————————————————————————– ০৭ জন।
১০। রহস্যজনক মৃত্যু ———————————————————————- ৩৫ জন।
১১। ধর্ষণের পর হত্যা ——————————————————————— ০৪ জন।
১২। এসিড নিক্ষেপে হত্যা —————————————————————– ০২ জন।

বিভিন্ন দুর্ঘটনায় নিহত-
ক) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু —————————————————————-২৫৯ জন।
খ) আত্মহত্যা —————————————————————————- ২৩ জন।

এপ্রিল ২০১৯ সালে কতিপয় নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনাবলী-
ক) ধর্ষণ———————————————————————————- ৯৩ জন।
খ) যৌন নির্যাতন————————————————————————– ০৭ জন।
গ) যৌতুক নির্যাতন————————————————————————-০৬ জন।
ঘ) এসিড নিক্ষেপ ————————————————————————– ০২ জন।
ঙ) সাংবাদিক নির্যাতন ———————————————————————- ০২ জন।