নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় নৌকার মোটরসাইকেল মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় মিছিলটি কলেজপাড়া দিয়ে যাবার সময় এ বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের এক কর্মি আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি বোমা উদ্ধার করা হয়েছে। এদিকে বোমা হামলার প্রতিবাদে যুবলীগ-ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে। দলীয় নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিেেয়ছেন।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার জানান, আলমডাঙ্গা শহরে সন্ধ্যায় নৌকার একটি মোটরসাইকেল মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করছিল। মিছিলটি কলেজপাড়ায় লুকমান ক্লিনিকের নিকট পৌঁছালে রাস্তার পাশের একটি বাগানের প্রাচীরের ভেতর থেকে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি বোমা উদ্ধার করে। এদিকে এ ঘটনার প্রতিবাদে শহরে যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি অব্দুল গাফ্ফার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, যুবলীগ নেতা আশাদুল হক ডিটু, মনা, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান মিজান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ হাসান তমাল, পাপন, মিডেল মৃধা, সৈকত খান, রকি, ইছানুর, শেখ মনিরুল ইসলাম প্রমূখ।অন্যদিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুনসহ নেতৃবৃন্দ জানান, বিএনপি-জামায়াত নৌকার গণজোয়ার দেখে অস্থিতিশীল পািরবেশ তৈরী করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। নেতৃবৃন্দ এ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানান।এদিকে, আলমডাঙ্গার বিএনপি নেতা ওল্টুর বাড়ীতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর করে বলে জানা গেছে। তবে এ ঘটনায় বিএনপি নেতা ওল্টুর বক্তব্য নিতে ফোন করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।