নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মাঠ থেকে পারভীনা আক্তার (৩৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মনুড়িয়া গ্রামের আলাউদ্দীনের স্ত্রী। গতকাল রবিবার সকালে ওই গ্রামের মাঠের একটি সরিষা ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। পরে পুলিশ যেয়ে লাশটি উদ্ধার করে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, সকালে উপজেলার নারায়ণপুর মাঠে পারভীন আক্তারের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঝিনাইদহ মর্গে পাঠায়। তিনি আরো জানান, ঘটনার পর থেকে তার স্বামী আলাউদ্দীন পলাতক রয়েছেন। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেন। নিহতের ভাই মুনমুন হোসেন জানান, শনিবার বিকালে তার বোন পারভীনা আক্তার তাদের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে সন্ধ্যার পর সে মাঠ পাড়ি দিয়ে স্বামীর বাড়িতে যচ্ছিল। সকালে তার গরাকাটা লাশ উদ্ধারের খবর তিনি জানতে পারেন। নিহত পারভীনের দুই ছেলে।
শুক্রবার
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ