ঝিনাইদহ প্রতিনিধি: ‘সুস্থ্য সবল জাতি চাই সব বয়সেই ডিম খাই’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারি ভেটেরিনারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি স্থানীয় হলিধানী বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠান অডিটরিয়ামে এক আলোচনা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সহযোগী অধ্যাপক কৃষিবিদ সরদার মো: খাইরুল বাসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবদুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আবু জাফর মো: ফেরদৌস। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো ঃ শাহিনুর রহমান, ডা. মো: আতোয়ার রহমান, ডা. প্রদীপ কুমার হালদার. ডা. মো: লিয়াকত হোসেন, ডা. মো: আব্দুল জলিল, ডা. বিপ্লব কুমার সরকার, ডা. অমিত কুমার দাস প্রমুখ। বক্তারা, ডিমের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে ভেটেরিয়ানদের প্রতি আহ্বান জানান।






















































