নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর বাজারে মঙ্গলবার (৩০শে অক্টোবর) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সোলায়মান। স্থানীয় এজেন্ট মো. হাবিবুর রহমান আকন্দের সার্বিক পরিচালনায় ও কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, প্রভাষক মো. নুরুল আমিন, প্রভাষক কায়সারুল আলম, খতিব জাকারিয়া আমিনী, অধ্যক্ষ মাও. রফিকুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক ভূইয়া, সাধারন সম্পাদক মো. এনামুল হক বাবুল, বাকচান্দা মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল মনসুর প্রমুখ। উল্লেখ্য নান্দাইল বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বিপরীতে মাহাবুব প্লাজায় ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং শাখা চালু করা হয়। বক্তাদের দাবীর পরিপ্রেক্ষিতে প্রধান আলোচক ইসলামী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ড. মো. সোলায়মান বলেন, এই শাখার কার্যক্রম জোরদার এবং ভালোভাবে চললে আগামী ১ বছরের মধ্যেই নান্দাইলে ইসলামী ব্যাংকের পুর্ণাঙ্গ শাখা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় আকন্দ মটরস এন্ড ইলেক্ট্রনিক্স এর মালিক মো. হাবিবুর রহমান আকন্দ এই এজেন্ট ব্যাংকিং এর সার্বিক দায়িত্বে রয়েছেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রভাষক মো. নুরুল আমিন।






















































