নিউজ ডেস্ক:দামুড়হুদার জয়রামপুরে ট্রেনের ধাক্কায় আসিফ (১৪) নামের এ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়ার রেলক্রসিং এ পাওয়ারট্রিলার ও ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আসিফ গুরুত্বর আহত হয়। এ সময় সাথে থাকা অন্যান্যরা রক্তাক্ত জখম আসিফকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাত ৮টার দিকে কিশো আসিফের মৃত্যু হয়। ট্রেন দুর্ঘটনায় নিহত কিশোর আসিফ দামুড়হুদা উপজেলার জয়রামপুর মালিথাপাড়ার ইয়াস উদ্দীনের ছেলে। ঘটনাসূত্রে জানা যায়, গতকাল রোববার বিকাল ৫টার দিকে পাওয়ারট্রিলারে করে স্থানীয় ৩ জনের সাথে পানের বরজে ব্যবহৃত নলা নিয়ে মাঠপাড়ার পানের বরজে যাচ্ছিল। পানের বরজে যাওয়ার পথে বাধে একটি রেললাইন। পাওয়ারট্রিলার নিয়ে রেললাইন পার হওয়ার সময় পাওয়ারট্রিলার যখন ট্রেন লাইনের ঠিক মাঝে। তখনই হঠাৎ করেই ট্রেনটি চোখে পড়ে চালকের। এ সময় পাওয়ারট্রিলার চালক আব্দুর রহমানসহ অন্যান্যরা লাফ দিয়ে পালাতে পারলেও হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে কিশোর আসিফ পালাবার সুযোগ পায়নি। এ সময় ট্রেনটি দ্রুতগতিতে ছুটে এসে মুহুূর্তের মধ্যে পাওয়ারট্রিলারটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় কিশোর আসিফ ছিটকে ট্রেন লাইনের পাশে গিয়ে পড়ে। এ সময় পাওয়ারট্রিলারের চালক ও অন্যান্যরা রক্তাক্ত জখম আসিফকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ দুর্ঘটনায় গুরুত্বর জখম আসিফের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎস্বাধিন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করে।
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ