নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাত মানসিক ও বাকপ্রতিবন্ধী চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজকে সকালে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে তার দাফন সম্পন্ন করা হবে। অজ্ঞাত মানসিক ব্যক্তিটি হাসপাতালের বারান্দায় প্রায় ২০ দিন যাবত আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে দামুড়হুদা থানা পুলিশ টহলরত অবস্থায় দামুড়হুদা ব্রাক ব্যাংক ও ব্রিক্স ফিল্ডের মাঝামাঝি সড়কে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে উর্ধ্বতন কর্মকর্তার আদেশে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অজ্ঞাত আহত ব্যক্তিটি মানসিক প্রতিবন্ধি বলে ধারণা করা হয়।
সোমবার
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ