শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

বিএমডব্লিউ নিয়ে আসছে দুর্দান্ত দু’টি বাইক, ফিচার ও দাম জেনে নিন !

  • আপডেট সময় : ১২:৫৩:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ১৮ জুলাই বিএমডব্লিউ বাজারে নিয়ে আসছে ‘জি’ সিরিজের দু’টি নতুন মডেল— জি ৩১০ আর এবং জি ৩১০ জি এস।

অনেক দিন ধরেই একটা জল্পনা চলছিল যে, বিএমডব্লিউ দুর্দান্ত ফিচার নিয়ে দু’টি নতুন মডেল নিয়ে আসছে ভারতে। অবশেষে সেই জল্পনার অবসান হতে চলেছে। বহু প্রতীক্ষিত সেই বাইক খুব শীঘ্রই গ্রাহকদের হাতে তুলে দিতে পারবে বলে আশা করছে সংস্থাটি।

জি ৩১০ আর এবং জি ৩১০ জিএস— এই মডেল দু’টির জন্য ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, বুকিংয়ের জন্য টোকেন মানি হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে গ্রাহকদের। অগ্রিম বুকিংয়ের জন্য গ্রাহকরা বিএমডব্লিউ-র কোনও আউটলেটে সরাসরি যেতে পারেন, কিংবা অনলাইনে সংস্থার www.bmw-motorrad.in ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত জানতে পারবেন।

দিল্লি, মুম্বই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, আমদাবাদ এবং কোচি থেকে এই মডেল দুটো বিক্রি হবে বলে জানা গিয়েছে। তবে চণ্ডীগড় এবং কলকাতাতেও খুব শীঘ্রই এর বিক্রি শুরু হবে।

আলাদা মডেল হলেও দু’টি বাইকেরই ইঞ্জিন ক্ষমতা, চেসিস এক রাখা হয়েছে। ৩১২.২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। ৩১০ আর মডেলটিকে স্পোর্টি লুক দেওয়া হয়েছে। অন্য দিকে, ৩১০ জি এস মডেলটির হাঙ্কি লুক বাইকপ্রেমীদের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থাটি। এটি একটি অ্যা়ডভেঞ্চার বাইক।

সংস্থাটি আনুষ্ঠানিক ভাবে বাইকের দাম ঘোষণা না করলেও বিশেষজ্ঞদের অনুমান মডেল দু’টির দাম হতে পারে সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

বিএমডব্লিউ নিয়ে আসছে দুর্দান্ত দু’টি বাইক, ফিচার ও দাম জেনে নিন !

আপডেট সময় : ১২:৫৩:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮

নিউজ ডেস্ক:

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ১৮ জুলাই বিএমডব্লিউ বাজারে নিয়ে আসছে ‘জি’ সিরিজের দু’টি নতুন মডেল— জি ৩১০ আর এবং জি ৩১০ জি এস।

অনেক দিন ধরেই একটা জল্পনা চলছিল যে, বিএমডব্লিউ দুর্দান্ত ফিচার নিয়ে দু’টি নতুন মডেল নিয়ে আসছে ভারতে। অবশেষে সেই জল্পনার অবসান হতে চলেছে। বহু প্রতীক্ষিত সেই বাইক খুব শীঘ্রই গ্রাহকদের হাতে তুলে দিতে পারবে বলে আশা করছে সংস্থাটি।

জি ৩১০ আর এবং জি ৩১০ জিএস— এই মডেল দু’টির জন্য ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, বুকিংয়ের জন্য টোকেন মানি হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে গ্রাহকদের। অগ্রিম বুকিংয়ের জন্য গ্রাহকরা বিএমডব্লিউ-র কোনও আউটলেটে সরাসরি যেতে পারেন, কিংবা অনলাইনে সংস্থার www.bmw-motorrad.in ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত জানতে পারবেন।

দিল্লি, মুম্বই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, আমদাবাদ এবং কোচি থেকে এই মডেল দুটো বিক্রি হবে বলে জানা গিয়েছে। তবে চণ্ডীগড় এবং কলকাতাতেও খুব শীঘ্রই এর বিক্রি শুরু হবে।

আলাদা মডেল হলেও দু’টি বাইকেরই ইঞ্জিন ক্ষমতা, চেসিস এক রাখা হয়েছে। ৩১২.২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। ৩১০ আর মডেলটিকে স্পোর্টি লুক দেওয়া হয়েছে। অন্য দিকে, ৩১০ জি এস মডেলটির হাঙ্কি লুক বাইকপ্রেমীদের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থাটি। এটি একটি অ্যা়ডভেঞ্চার বাইক।

সংস্থাটি আনুষ্ঠানিক ভাবে বাইকের দাম ঘোষণা না করলেও বিশেষজ্ঞদের অনুমান মডেল দু’টির দাম হতে পারে সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি।