নিউজ ডেস্ক:
গাজায় গতরাতে হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনী এলাকা থেকে রকেট নিক্ষেপের জবাবে ইসরাইল এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সামরিক সূত্রে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
ইসরাইলী বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার জবাবে ইসরাইলী বিমান বাহিনী হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর থেকে গাজায় ফিলীস্তিনী জঙ্গিরা ইসরাইলকে লক্ষ্য করে অন্তত ২০টি রকেট কিংবা মর্টার নিক্ষেপ করে।

















































