নিউজ ডেস্ক:
দিপাবলির আনন্দের পরই মা হলেন বলিউড অভিনেত্রী এষা দেওল। সোমবার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে জন্ম নেওয়া নতুন এই অতিথিকে স্বাগত জানিয়েছেন হেমা মালিনী, ধর্মেন্দ্র এবং ভরত তাখতানি।
খবর: ইন্ডিয়ান এক্সপ্রেসের।
তারকা দম্পতি হেমা মালিনী ও ধর্মেন্দ্রর কন্যা এশা দেওল ভরত তাখতানির স্ত্রী। জন্মের পর সন্তান এবং মা দু’জনেই এখন সুস্থ রয়েছেন।
বাবা হওয়ার খুশিতে নিজের অনুভূতিও ভালো করে প্রকাশ করতে পারছেন না ভরত তখতানি। বললেন, আজ যে ঠিক কতটা খুশি, তা কথায় প্রকাশ করতে পারব না। যখন ও হাসছে, তখন মনে হচ্ছে একেবারে আমার মতো দেখতে হয়েছে ওকে।
























































