লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগরের তীব্র জোয়ারের পানিতে মেঘনা নদীতে জেগে উঠা চর কাঁকরা থেকে ভেসে গেছে ৬ শতাধিক গবাদি পশু। লন্ডভন্ড হয়ে গেছে গরু-মহিষ রাখার কিল্লা। এসময় নিখোঁজ রয়েছেন তিনজন রাখাল। গত শনিবার রাতে উপজেলার চর কালকিনি ইউনিয়নের চর কাঁকরায় তীব্র জোয়ার এসে জলোচ্ছ্বসের প্রভাবে ভেসে যায় এসব গরু-মহিষ। নিখোঁজ রাখালরা হলেন- পাটারিরহাট ইউনিয়নের আবদুর জাহের (৫০), চর ফলকন গ্রামের কালু পলোয়ানের ছেলে হান্নান (৩৫) একই গ্রামের দুলালের ছেলে মোঃ বাহার (২৫)।
ক্ষতিগ্রস্তরা জানান জেগেওঠা ওই চরে ৭ লাখ টাকায় নির্মিত কিল্লা ১০ জন মালিক প্রায় ১ হাজার মহিষ ও দুইশতাধিক গরু লালন-পালন করে আসছেন তারা। শনিবার গভীর রাতে জলোচ্ছ্াসে কিল্লা লন্ডভন্ড হয়ে যায়। এসময় ৩ জন রাখাল ও প্রায় ৬ শতাধিক গরু মহিষ ভেসে যায়। এর পর থেকে ওই ৩ জন রাখাল নিখোঁজ রয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আক্তারুজ্জামান গরু-মহিষ ভেসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন চরে অবস্থানরত বাকী গরু-মহিষ গুলো উদ্ধারের চেষ্টা চলছে, ইতোমধ্যে প্রায় ৬০টি মহিষ উদ্ধার করা হযেছে, পাপাশি নিখোঁজ রাখালদেরও উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
তবে এবিষয়ে জানতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন সরওয়ারকে একাধিক বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এদিকে রামগতি উপজেলার মেঘনা তীরবর্তী চর গজারিয়ার তেলিরচর, চর মোজাম ও চর খাসিয়া থেকে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে প্রায় শতাধিক গবাদি পশু ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।























































