শিরোনাম :
Logo সোনালী সুদিন সমাজকল‍্যান সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে সাইকেল ও নগদ অর্থ বিতরণ Logo কচুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০ Logo সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস Logo ইবি উপাচার্যের বক্তৃতায় মুখরিত মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায়

নগ্ন হয়ে সোশ্যাল মিডিয়ায় জাস্টিনের প্রাক্তন প্রেমিকা!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৫:১৭ পূর্বাহ্ণ, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পপ সিঙ্গার জাস্টিন বিবারের সঙ্গে একাধিক অভিনেত্রী ও মডেলের নাম জড়িয়েছে৷এদের মধ্যে সবচেয়ে বেশিদিন সমালোচনায় ছিলেন সেলিনা গোমেজ। তারপর কাইলি জেনারের সঙ্গেও বিবারের নাম জড়ায়৷কিছুদিন আগে আলোচনায় ছিলেন মডেল সাহারা রয়৷

ইনস্টাগ্রামে সাহারা সম্প্রতি বেশ কিছু সাহসী ছবি পোস্ট করেছেন৷ এর মধ্যে একটি ভিডিও রয়েছে৷ সেটি রান্নাঘর থেকে পোস্ট করা৷ সেখানে সাহারা সম্পূর্ণ নগ্ন৷ একটি গোল রুটি দিয়ে তিনি ঢেকে রেখেছেন স্তন৷ সাহারার সেই ভিডিও সোশাল সাইটে ক্রমশ ভাইরাল হয়ে পড়ছে৷ ফ্যানরাও তাঁর এই ভিডিওটি লাইকের পর লাইক করেছেন৷ ভিডিও’র ব্যাকগ্রাউন্ডে তাঁর মাকে দেখা গেছে৷ ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি আমার মা ও দাদির সঙ্গে প্রাতরাশ করছি৷

তবে এই প্রথমবার নয়৷ এর আগেও সাহারা একাধিকবার নিজের নগ্ন ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ মডেল জর্ডন ব্যারেটের সঙ্গে তাঁর একটি ছবি আছে৷ সেটি বিছানায় তোলা৷

সার্ফার টোনি রয়ের মেয়ে সাহারা৷ এর মধ্যে একাধিক জায়গায় মডেল অবস্থায় দেখা গিয়েছে তাঁকে৷ অস্ট্রেলিয়ার উপকূল এলাকার তুর্কেতে জন্মগ্রহণ করেন তিনি৷ পড়াশোনা করেন ক্যার্লিফোর্নিয়ার সান্তা ক্রুজে৷

গত বছর হাওয়াইয়ে তিনি জাস্টিন বিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন৷ তখন থেকে বিবারের সঙ্গে সাহারার সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়৷

 

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনালী সুদিন সমাজকল‍্যান সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে সাইকেল ও নগদ অর্থ বিতরণ

নগ্ন হয়ে সোশ্যাল মিডিয়ায় জাস্টিনের প্রাক্তন প্রেমিকা!

আপডেট সময় : ১১:২৫:১৭ পূর্বাহ্ণ, শনিবার, ২১ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

পপ সিঙ্গার জাস্টিন বিবারের সঙ্গে একাধিক অভিনেত্রী ও মডেলের নাম জড়িয়েছে৷এদের মধ্যে সবচেয়ে বেশিদিন সমালোচনায় ছিলেন সেলিনা গোমেজ। তারপর কাইলি জেনারের সঙ্গেও বিবারের নাম জড়ায়৷কিছুদিন আগে আলোচনায় ছিলেন মডেল সাহারা রয়৷

ইনস্টাগ্রামে সাহারা সম্প্রতি বেশ কিছু সাহসী ছবি পোস্ট করেছেন৷ এর মধ্যে একটি ভিডিও রয়েছে৷ সেটি রান্নাঘর থেকে পোস্ট করা৷ সেখানে সাহারা সম্পূর্ণ নগ্ন৷ একটি গোল রুটি দিয়ে তিনি ঢেকে রেখেছেন স্তন৷ সাহারার সেই ভিডিও সোশাল সাইটে ক্রমশ ভাইরাল হয়ে পড়ছে৷ ফ্যানরাও তাঁর এই ভিডিওটি লাইকের পর লাইক করেছেন৷ ভিডিও’র ব্যাকগ্রাউন্ডে তাঁর মাকে দেখা গেছে৷ ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি আমার মা ও দাদির সঙ্গে প্রাতরাশ করছি৷

তবে এই প্রথমবার নয়৷ এর আগেও সাহারা একাধিকবার নিজের নগ্ন ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ মডেল জর্ডন ব্যারেটের সঙ্গে তাঁর একটি ছবি আছে৷ সেটি বিছানায় তোলা৷

সার্ফার টোনি রয়ের মেয়ে সাহারা৷ এর মধ্যে একাধিক জায়গায় মডেল অবস্থায় দেখা গিয়েছে তাঁকে৷ অস্ট্রেলিয়ার উপকূল এলাকার তুর্কেতে জন্মগ্রহণ করেন তিনি৷ পড়াশোনা করেন ক্যার্লিফোর্নিয়ার সান্তা ক্রুজে৷

গত বছর হাওয়াইয়ে তিনি জাস্টিন বিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন৷ তখন থেকে বিবারের সঙ্গে সাহারার সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়৷