শিরোনাম :
Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায় Logo কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে ভেঙ্গেপড়া ব্রীজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল। Logo সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী Logo সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন Logo চাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা

বলিউডের কোন তারকারা কিসে ভয় পান জেনে নিন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৬:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কমবেশি সবারই কিছু বিষয়ে ভয় কাজ করে। এই যেমন কারও তেলাপোকায়, বা কারও সাপে

বলিউড তারকারাও এর বাইরে নন। চলুন জেনেই বলিউডের কোন তারকার কিসে ভয়।

১. বিদ্যা বালনের ভয় বিড়ালে। বিড়াল দেখলে অস্থির, চঞ্চল হয়ে ওঠেন বিদ্যা।

২. রণবীর কপূরের ভয় মাকড়সায় এবং আরসোলায়।

৩. শাহরুখ খানকে কখনও দেখেছেন ঘোড়ায় চড়তে। ঘোড়ায় তাঁর বেজায় ভয়। তাই শ্যুটিংয়ে ঘোড়ার দৃশ্য তিনি কার্যত এড়িয়েই চলেন।

৪. দীপিকা পাড়ুকোনের আতঙ্ক সাপে।

৫. প্রিয়াঙ্কা চোপড়ারও ভয় ঘোড়ায়। কিন্তু সেই আতঙ্ক তিনি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

৬. আলিয়া ভাটের ভয় অন্ধকারে। আঁধারের ভয় সবসময় জানলা খুলে রেখে, ডিম লাইট জ্বালিয়ে রাতে ঘুমাতে যান আলিয়া।

৭. বিপাশা বসু যিনি বলিউডের বহু হরর মুভিতে অভিনয় করেছেন, তিনি মাঝে মধ্যেই নিজের হাসির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন।

৮. ক্যাটরিনা কাইফের ভয় টমেটোয়। জিন্দেগি না মিলেগি দোবারা শ্যুটের পর সেই ভয় কয়েকগুন বেড়েছে।

৯. সিলিং ফ্যানে বেজায় ভয় অর্জুন কাপুরের।

১০. সোনাম কাপুর ভয় পান লিফটে উঠতে। তাই যত উঁচুতেই উঠতে হোক না কেন, তিনি সিঁড়ি দিয়েই ওপরে ওঠেন।

১১. হাতে করে খাবার নাকি খেতেই পারেন না অজয় দেবগন। তিনি নাকি রুটিও কাঁটা চামচে করে কেটে খান। তিনি পরিচ্ছন্নতাকে ভগবানের মতো পুজো করেন।

১২.ফল খেতে মোটেই ভাল লাগে না অভিষেক বচ্চনের। প্রসঙ্গত, ফল দেখলেই পালান জুনিয়র বচ্চন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ

বলিউডের কোন তারকারা কিসে ভয় পান জেনে নিন !

আপডেট সময় : ১১:১৬:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

কমবেশি সবারই কিছু বিষয়ে ভয় কাজ করে। এই যেমন কারও তেলাপোকায়, বা কারও সাপে

বলিউড তারকারাও এর বাইরে নন। চলুন জেনেই বলিউডের কোন তারকার কিসে ভয়।

১. বিদ্যা বালনের ভয় বিড়ালে। বিড়াল দেখলে অস্থির, চঞ্চল হয়ে ওঠেন বিদ্যা।

২. রণবীর কপূরের ভয় মাকড়সায় এবং আরসোলায়।

৩. শাহরুখ খানকে কখনও দেখেছেন ঘোড়ায় চড়তে। ঘোড়ায় তাঁর বেজায় ভয়। তাই শ্যুটিংয়ে ঘোড়ার দৃশ্য তিনি কার্যত এড়িয়েই চলেন।

৪. দীপিকা পাড়ুকোনের আতঙ্ক সাপে।

৫. প্রিয়াঙ্কা চোপড়ারও ভয় ঘোড়ায়। কিন্তু সেই আতঙ্ক তিনি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

৬. আলিয়া ভাটের ভয় অন্ধকারে। আঁধারের ভয় সবসময় জানলা খুলে রেখে, ডিম লাইট জ্বালিয়ে রাতে ঘুমাতে যান আলিয়া।

৭. বিপাশা বসু যিনি বলিউডের বহু হরর মুভিতে অভিনয় করেছেন, তিনি মাঝে মধ্যেই নিজের হাসির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন।

৮. ক্যাটরিনা কাইফের ভয় টমেটোয়। জিন্দেগি না মিলেগি দোবারা শ্যুটের পর সেই ভয় কয়েকগুন বেড়েছে।

৯. সিলিং ফ্যানে বেজায় ভয় অর্জুন কাপুরের।

১০. সোনাম কাপুর ভয় পান লিফটে উঠতে। তাই যত উঁচুতেই উঠতে হোক না কেন, তিনি সিঁড়ি দিয়েই ওপরে ওঠেন।

১১. হাতে করে খাবার নাকি খেতেই পারেন না অজয় দেবগন। তিনি নাকি রুটিও কাঁটা চামচে করে কেটে খান। তিনি পরিচ্ছন্নতাকে ভগবানের মতো পুজো করেন।

১২.ফল খেতে মোটেই ভাল লাগে না অভিষেক বচ্চনের। প্রসঙ্গত, ফল দেখলেই পালান জুনিয়র বচ্চন।