ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে অপ্রচলিত ফলজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি অফিসার মনি কুমার বিশ্বাস, কৃষক মহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান। ভবিষ্যতে বজ্রপাতের আঘাত প্রতিরোধে কৃষি বিভাগের সহযোগীতায় আগামী ১ মাসের মধ্যে ২০ হাজার তালবীজ ও ১০ হাজার নিমের চারা রোপন করা হবে। এছাড়াও আগামী ২ বছরের মধ্যে ইউনিয়নের সকল রাস্তায় ২ লাখ তাল বীজ রোপন করে তাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন।