মুঃ ওয়াছী উদ্দিন: “দূর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” এ প্রতপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিষদ সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আদর্শ সামাদ সরকারী উচ্চবিদ্যালয়ের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ফরিদ উদ্দিন, মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
এছাড়া র্যালীতে শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীগন অংশ গ্রহন করেন।
সোমবার
১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ