নিউজ ডেস্ক:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহাকে গুণ্ডামির মাধ্যমে জোরপূর্বক এক মাসের ছুটি দিয়ে গোটা বিচার ব্যবস্থাকে নিজেদের আয়ত্তে নিয়েছে সরকার।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, আসলে প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার এটি সরকারের প্রথম পদক্ষেপ। এখন নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে আর কোনো পার্থক্য নেই। সব বিভাগের ওপরই একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল শেখ হাসিনার।
তিনি আরো বলেন, প্রধান বিচারপতিকে হুমকি দিয়ে ছুটি নিতে বাধ্য করা অথবা ছুটির নামে জালিয়াতি করা হয়েছে, সেটি নজিরবিহীন। যেভাবে তাঁকে নাজেহাল করা হয়েছে, যেভাবে বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি নস্যাৎ হয়েছে, তাতে বিচার বিভাগের সম্মান ও ভাবমূর্তি বলে কিছু অবশিষ্ট রইল না।
প্রধান বিচারপতি অসুস্থ নয় দাবি করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, গত পরশু তিনি যখন মন্দিরে গেছেন, তখন তার সাথে যাদের দেখা হয়েছিল তারা পরিষ্কার করে বলেছেন, প্রধান বিচারপতিকে দেখে অসুস্থ মনে হয়নি। বাস্তবে প্রধান বিচারপতি অসুস্থ নন।