বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল

যে কারণে একসঙ্গে কাজ করতে রাজি নন শাহরুখ-ঐশ্বরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৫:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন যখনই একসঙ্গে সিনে পর্দায় এসেছেন, তখনই কোনও না কোনও ভাল ছবি উপহার দিয়েছেন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেড কার্পেটে একসঙ্গে দেখা যায় দুজনকে।
সেখানে তাঁরা একসঙ্গে পোজও দেন। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের ছবিও প্রকাশিত হয়।

কিন্তু দীর্ঘ দিন ধরেই বলিউডের জনপ্রিয় এ জুটিকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না। এমনকি কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তারা।

প্রসঙ্গত, শাহরুখ এবং ঐশ্বরিয়াকে একসঙ্গে ‘মোহব্বতেঁ’ ছবিতে দেখা যায়। সেই সময় এই জুটিকে ভীষণই পছন্দ হয়েছিল দর্শকদের। এরপর ২০০২ সালে মুক্তি পাওয়া ছবি ‘দেবদাস’ এই জুটির অন্যতম হিট ছবি। এই ছবিটি পাঁচটি জাতীয় পুরস্কার সমেত বহু পুরস্কার জিতেছিল।

গত বছর মুক্তি পাওয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শাহরুখ-ঐশ্বরিয়া জুটিকে দেখে ভীষণই পছন্দ করেন দর্শকরা। কিন্তু, একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি দুজনকে ফের একসঙ্গে একটি ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, দুজনই তা প্রত্যাখ্যান করেন।

এখানে বলে রাখা দরকার, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির পর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন শাহরুখ-ঐশ্বরিয়া। কিন্তু, সবকটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তাঁরা।

তার অর্থ এই নয় যে, এই দুই তারকা আর কোনওদিন একসঙ্গে কাজ করবেন না। সূত্রের মতে, দুজনই ফের পর্দায় জুটি বাঁধতে চান। তবে স্ক্রিপ্ট ভাল হলে তবেই। শাহরুখ ও ঐশ্বরিয়া যাই চান না কেন, তাঁদের অগনিত অনুগামীরা চান, এই জুটি খুব শীঘ্রই ফের পর্দায় ফিরে আসুক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

যে কারণে একসঙ্গে কাজ করতে রাজি নন শাহরুখ-ঐশ্বরিয়া !

আপডেট সময় : ১২:২৫:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন যখনই একসঙ্গে সিনে পর্দায় এসেছেন, তখনই কোনও না কোনও ভাল ছবি উপহার দিয়েছেন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেড কার্পেটে একসঙ্গে দেখা যায় দুজনকে।
সেখানে তাঁরা একসঙ্গে পোজও দেন। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের ছবিও প্রকাশিত হয়।

কিন্তু দীর্ঘ দিন ধরেই বলিউডের জনপ্রিয় এ জুটিকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না। এমনকি কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তারা।

প্রসঙ্গত, শাহরুখ এবং ঐশ্বরিয়াকে একসঙ্গে ‘মোহব্বতেঁ’ ছবিতে দেখা যায়। সেই সময় এই জুটিকে ভীষণই পছন্দ হয়েছিল দর্শকদের। এরপর ২০০২ সালে মুক্তি পাওয়া ছবি ‘দেবদাস’ এই জুটির অন্যতম হিট ছবি। এই ছবিটি পাঁচটি জাতীয় পুরস্কার সমেত বহু পুরস্কার জিতেছিল।

গত বছর মুক্তি পাওয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শাহরুখ-ঐশ্বরিয়া জুটিকে দেখে ভীষণই পছন্দ করেন দর্শকরা। কিন্তু, একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি দুজনকে ফের একসঙ্গে একটি ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, দুজনই তা প্রত্যাখ্যান করেন।

এখানে বলে রাখা দরকার, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির পর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন শাহরুখ-ঐশ্বরিয়া। কিন্তু, সবকটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তাঁরা।

তার অর্থ এই নয় যে, এই দুই তারকা আর কোনওদিন একসঙ্গে কাজ করবেন না। সূত্রের মতে, দুজনই ফের পর্দায় জুটি বাঁধতে চান। তবে স্ক্রিপ্ট ভাল হলে তবেই। শাহরুখ ও ঐশ্বরিয়া যাই চান না কেন, তাঁদের অগনিত অনুগামীরা চান, এই জুটি খুব শীঘ্রই ফের পর্দায় ফিরে আসুক।