ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে সোমবার দুপুরে মোবাইল চার্জার বিস্ফোরণে তানিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী। প্রতিবেশিরা জানান, ভেজা কাপড়ে মোবাইল চার্জে রেখেই কথা বলছিলেন তানিয়া। এ সময় বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। তাকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ আশিকুজ্জামান জানান, বিস্ফোরণের পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটেছে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, গৃহবধু তানিয়ার সুরোতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ