এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর পৌরসভার ২ বারের বিপুল ভোটে নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি’র অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ ব্যাপারে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানায়, আমার জানা মতে আমি কোন অনিয়ম করি নাই। আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে। আমার অপরাধ আমি বিএনপি করি। মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে স্বচ্ছতার সাথেই আমি দিনাজপুর পৌরসভার কার্যক্রম পরিচালনা করে আসছি। আমি বিএনপি করার কারনেই আমাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। যেদিন থেকে আমি মেয়রের দায়িত্ব পেয়েছি, সেদিন থেকেই একটি মহল আমার সুনামক্ষুন্ন করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। কোন কারণ ছাড়াই আমাকে এই বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, আমি এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। ইনশাল্লাহ আল্লাহ্ রহমতে উচ্চ আদালতে আমি সঠিক মূল্যায়ন এবং ন্যায় বিচার পাব বলে আশা করি।
























































