মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল সহ তিনজন আটক হয়েছে। আটকের ভিতরে একজন নারী মাদক ব্যবসায়িও আছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর সদরের চকশ্যামনগর গ্রাম থেকে শাহারুল ইসলাম (২৮) তার স্ত্রী রেনু খাতুণ (২২) কে ১৫ বোতল এবং দুপুরে সদরের রাজাপুরের বারাকপুর ছত্তুর সড়কের তিন রাস্তার মোড় থেকে মোসাদ আলী (৩২) কে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কোবাদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী শাহারুল ইসলাম ও তার স্ত্রী রেনু খাতুনসহ ১ওয়ার্ড নতুনপাড়া পটলের বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে। মেহেরপুর সদরের রাজাপুর গ্রামের আব্বাস আলী ছেলে মোসাদ আলী সিমান্ত থেকে ফেনসিডিল এনে শহরে বিক্রি করে।
গোয়েন্দা পুলিশের এস আই খাইরুল ইসলাম বলেন, তাদের কাছে তথ্য ছিল যে শাহারুল ইসলাম ও তার স্ত্রী রেনু খাতুন ফেনসিডিল নিয়ে শহরের দিকে আসছিল। এসময় গোয়েন্দা পুলিশ সদরের চকশ্যামনগর গ্রাম থেকে তাদের তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে। গোয়ন্দো পুলিশের আরেকটি পৃথক অভিযানে বুধবার দুপুরে মোসাদ আলিকে ১০ বোতল ফেনসিডিলসহ মেহেরপুর- দারিয়াপুর সড়কের বারাকপুর ছত্তুর সড়কের তিন রাস্তার মোড় থেকে আটক করে। তাদের তিনজনের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
গোয়েন্দা পুলিশের এস আই খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন এ এস আই আবু বক্কর সিদ্দিক, ইব্রাহিম, নিজাম উদ্দিন, কনসটেবল সাইফুল ইসলাম, লোকমান, ইকবাল হোসেন প্র।
মঙ্গলবার
১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ