নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এর্টনী জেনারেল (ডিএজি) এডভোকেট আব্দুল হাই নান্দাইল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় মনোনয়ন প্রত্যাশী এবং ৮ম সংসদ নির্বাচনে তিনি নৌকার প্রতীক পেয়েছিলেন বলে সাংবাদিকদের জানান। ঐসয় থেকেই তিনি নান্দাইলে সক্রিয় রয়েছেন। নিজ এলাকায় এডভোকেট আব্দুল হাই নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে জড়িত আছেন। তিনি ঈদের দিন থেকে নান্দাইলের বিভিন্ন হাটবাজার ও গ্রাম এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সিংরইল, মুশুলী, রাজগাতী ও গাংগাইল ইউনিয়নে গণসংযোগের পর স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনে সক্রিয়ভাবে অংশ গ্রহনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা নান্দাইল আসনে যাকেই নৌকা দিবেন তিনি তার সাথে কাজ করবেন। তবে তিনি নিজেই নৌকা পাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সাংবাদিক ফজলুল হক ভূইয়া, মোহম্মদ এনামুল হক বাবুল, কামরুজ্জামান খাঁন গেনু, অরবিন্দ পাল অখিল, এবি সিদ্দিক খসরু, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, রফিকুল ইসলাম রফিক, আবুল হাসেম, এডভোকেট হাবিবুর রহমান ফকির, শামছ-ই-তাবরীজ রায়হান, মঞ্জুরুল হক মঞ্জু, বিল্লাল হোসেন, শাহাব উদ্দিন ফকির, শাহাজাহান ফকির, আঃ রাজ্জাক ভূইঁয়া, মো. রমজান আলী, আঃ রাশিদ মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
























































