মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সাবকে সেনা সদস্য হাবিবুর রহমান হাবিব (৪৮) হত্যা মামলার দুই আসামির যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়জা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা ওই রায় ঘোষণা করেন। মামলার অপর তিন আসামি বেকসুর খালাস পেয়েছেন। যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামি দু’জন হচ্ছে- উজলপুর গ্রামের খোদা বক্সের ছেলে কেমসত আলী (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এনামুল হক (৪২)। রায় ঘোষণাকালে কেসমত আলদালতে উপস্থিত ছিল। এনামুল হক হত্যাকা-ের পর থেকেই আত্মগোপনে রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আদম ব্যবসার জের ধরে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর রাতে বাড়ির পাশর্^বর্তী একটি আম বাগানের আম গাছে ঝুলিয়ে শ^াসরোধ করে হাবিববে হত্যা করা হয়। নিহতের স্ত্রী ইসমত আরা ১৬ সেপ্টেম্বর ৫ জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) আহসান হাবীব ২০১৬ সালের ৩১ জুলাই আদালতের ৫ আসামির নামে অভিযোগপত্র দাখিল করেন।