রোহিঙ্গাবাহী নৌকাডুবি : ৪ মরদেহ উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

বিপ্লব নাথ (চট্টগ্রাম) :  বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
স্থানীয়দের ভাস্যমতে রাতে যেকোনো সময়ে নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে এ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটির অংশ বিশেষ সৈকতের বালুতে আটকে পড়ে রয়েছে। উদ্ধার চারজনের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু।
উল্লেখ্য গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ চেকপোস্টে হামলার ঘটনা থেকে ব্যাপক সহিংসতা শুরু হয়। এতে ১২ পুলিশ সদস্যসহ অনেক রোহিঙ্গা হতাহত হন। পুলিশ চেকপোস্টে হামলার ঘটনায় রোহিঙ্গা চরমপন্থীদের দায়ী করে তাদের ওপর অ্যাকশন শুরু করে দেশটির সরকারি বাহিনী।  এঘটনার পর থেকে প্রতিদিনই বাংলাদেশে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাবাহী নৌকাডুবি : ৪ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭

বিপ্লব নাথ (চট্টগ্রাম) :  বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
স্থানীয়দের ভাস্যমতে রাতে যেকোনো সময়ে নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে এ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটির অংশ বিশেষ সৈকতের বালুতে আটকে পড়ে রয়েছে। উদ্ধার চারজনের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু।
উল্লেখ্য গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ চেকপোস্টে হামলার ঘটনা থেকে ব্যাপক সহিংসতা শুরু হয়। এতে ১২ পুলিশ সদস্যসহ অনেক রোহিঙ্গা হতাহত হন। পুলিশ চেকপোস্টে হামলার ঘটনায় রোহিঙ্গা চরমপন্থীদের দায়ী করে তাদের ওপর অ্যাকশন শুরু করে দেশটির সরকারি বাহিনী।  এঘটনার পর থেকে প্রতিদিনই বাংলাদেশে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ।