বিপ্লব নাথ (চট্টগ্রাম) : সরকারি কোষাগারে ৭০ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের নিলাম শাখা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
দুদকের উপ-পরিচালক সাধন সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার তিন কর্মকর্তা হলেন বন্দরের সহকারী পরিদর্শক (পরিবহন) মনোয়ার হোসেন (৫৮), উচ্চমান বহিঃসহকারী পুলক কান্তি দাশ (৫৭) ও নুরুল ইসলাম চৌধুরী (৫৩)।
দুদকের উপ-পরিচালক সাধন সূত্রধর বলেন, ‘গ্রেফতার তিন জনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এই ঘটনায় আজ হালিশহর থানায় মামলা দায়েরের পর তাদেরকে বন্দর থেকে গ্রেফতার করা হয়।’
মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে আসামিরা একে অপরের সহযোগিতায় জালিয়াতির আশ্রয় নিয়ে জাল ডকুমেন্ট ব্যবহার করে চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে ১৪ কন্টেইনার ভর্তি ৪ লাখ ৪ হাজার ৭৫৮ মেট্রিকটন ক্রুড গ্লিসারিং যার নিলাম মূল্য ৭০ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে অবৈধভাবে বের করে আত্মসাৎ করেন।













































