মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের কৃষক নুরুল হুদা হত্যা মামলার তিন আসামির যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা রায় ঘোষণা করেন। মামলার অপর আট জন আসামি বেকসুর খালাস পেয়েছেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- বানিয়াপুকুর গ্রামের মৃত কমির বক্সের ছেলে প্রধান আসামি বাবুল হোসেন, মৃত পাচু মিয়ার ছেলে মোজাম্মেল হক ও আছের আলীর ছেলে আয়ুব আলী। বাবুল হোসেন পলাতক রয়েছেন। বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরন থেকে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ১৩ জুন সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী মাঠে নুরুল হুদাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ১৪ জুন নিহতের ভাই আলম হোসেন বাদি হয়ে ১৩ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৬ সেপ্টেম্বর গাংনী থানার তত্কালীন পরিদর্শক মতিয়ার রহমান ১১ আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ করেছেন বিজ্ঞ আদালত।
তবে রায়ে কিছুটা সন্তোষ প্রকাশ করে রাষ্টপক্ষের কৌসুলী মেহেরপুর জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক বলেন, বাদিপক্ষ চাইলে আপিল করতে পারেন।