বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Logo চাঁদপুর ভূঁইয়ার ঘাট ডিঙ্গি মাঝি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি গঠন Logo টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার Logo দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান Logo রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি Logo তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান Logo চাঁদপুরে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আবদুস সামাদ মিয়ার ইন্তেকাল—সহকর্মীদের মাঝে গভীর শোক Logo পলাশবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা Logo সুন্দরবন কয়রায় কোস্ট গার্ডের দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক Logo খুবিতে নতুন উদ্যোক্তাদের দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত

গ্রেনেড হামলা মামলার আসামি জাহাঙ্গীর আলমের সাফাই সাক্ষ্য !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৩:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে থাকা আসামি হরকাতুল জিহাদ সদস্য (হুজি) জাহাঙ্গীর আলমের সাফাই সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালত এ আসামির সাফাই সাক্ষ্য গ্রহণ করেন।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এ আসামিকে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আদালত আগামীকাল সোমবার পর্যন্ত মামলার পরবর্তী জেরার দিন ধার্য করেছেন।

জানা গেছে, আসামি জাহাঙ্গীর আলমের সাফাই সাক্ষ্য শেষ হওয়ার পর তার বাবা আবুল কাশেম ছেলের পক্ষে সাফাই সাক্ষ্য প্রদান করবেন।

এদিকে আজ মামলার ১৯ জঙ্গি আসামির মধ্যে ১৭ জনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়। দুজন অসুস্থ থাকায় তাদের ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে মামলার হরকাতুল জিহাদের (হুজি) ১৯ সদস্যকে ডাণ্ডাবেড়ি ও হ্যান্ডকাপ পরিয়ে জেলহাজত থেকে আদালতের এজলাস কক্ষে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ দেন।

মামলাটিতে গত ১২ জুন জামিনে ও কারাগারে থাকা ৩১ আসামির আত্মপক্ষ শুনানি হয়। আত্মপক্ষ শুনানিতে ৩১ আসামির সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। মামলাটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি।

মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৩ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক। এ মামলার আসামি হুজি নেতা মুফতি হান্নান ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গ্রেনেড হামলা মামলার আসামি জাহাঙ্গীর আলমের সাফাই সাক্ষ্য !

আপডেট সময় : ০৬:১৩:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে থাকা আসামি হরকাতুল জিহাদ সদস্য (হুজি) জাহাঙ্গীর আলমের সাফাই সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালত এ আসামির সাফাই সাক্ষ্য গ্রহণ করেন।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এ আসামিকে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আদালত আগামীকাল সোমবার পর্যন্ত মামলার পরবর্তী জেরার দিন ধার্য করেছেন।

জানা গেছে, আসামি জাহাঙ্গীর আলমের সাফাই সাক্ষ্য শেষ হওয়ার পর তার বাবা আবুল কাশেম ছেলের পক্ষে সাফাই সাক্ষ্য প্রদান করবেন।

এদিকে আজ মামলার ১৯ জঙ্গি আসামির মধ্যে ১৭ জনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়। দুজন অসুস্থ থাকায় তাদের ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে মামলার হরকাতুল জিহাদের (হুজি) ১৯ সদস্যকে ডাণ্ডাবেড়ি ও হ্যান্ডকাপ পরিয়ে জেলহাজত থেকে আদালতের এজলাস কক্ষে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ দেন।

মামলাটিতে গত ১২ জুন জামিনে ও কারাগারে থাকা ৩১ আসামির আত্মপক্ষ শুনানি হয়। আত্মপক্ষ শুনানিতে ৩১ আসামির সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। মামলাটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি।

মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৩ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক। এ মামলার আসামি হুজি নেতা মুফতি হান্নান ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।